আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নৌকার প্রার্থীর বিরুদ্ধে মামলা

নির্বাচন ভবনফাইল ছবি

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের আওয়ামী লীগের প্রার্থী আবদুল হাইয়ের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মামলা হয়েছে। শৈলকুপা উপজেলা নির্বাচন কর্মকর্তা তায়জুল ইসলাম আজ রোববার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে পৃথক দুটি মামলা করেন।

এর আগে নির্বাচন কমিশন (ইসি) চিঠি পাঠিয়ে প্রার্থী আবদুল হাইয়ের বিরুদ্ধে মামলা করতে উপজেলা নির্বাচন কর্মকর্তাকে নির্দেশ দেন। ঝিনাইদহ জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মো. রোকনুজ্জামান মামলা দায়েরের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন।

আদালত সূত্র জানায়, উপজেলা নির্বাচন কর্মকর্তা বাদী হয়ে মামলা দুটি করেছেন। যার একটি মামলায় তিনজনকে আসামি করা হয়েছে। আবদুল হাই ছাড়া অন্য আসামিরা হলেন শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হাকিম ও সারুটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন। অন্য মামলায় শুধু আবদুল হাইকে আসামি করা হয়েছে।

গত শুক্রবার নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-১ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমানের সই করা চিঠিতে শৈলকুপা উপজেলা নির্বাচন কর্মকর্তাকে ওই মামলা করার নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, শৈলকুপা থানার ১৪ নম্বর দুধসর ইউনিয়নের ভাটই বাজারে সাপ্তাহিক হাটবারের দিনে আনুমানিক বিকেল চারটার দিকে নৌকা প্রতীকের প্রার্থী আবদুল হাইয়ের অনুসারীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মহাসড়কে মহড়া দেন ও জনমনে ভীতির সঞ্চার করেন। নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রতিবেদনের আলোকে আবদুল হাই সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০০৮–এর বিধি ৮ (ক), ১১ (ক) ও বিধি ১২–এর লঙ্ঘন করেছেন। এই বিধি লঙ্ঘন করায় অভিযুক্ত প্রার্থী ও অনুসারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।