ময়মনসিংহে প্রথমা প্রকাশনের ছয় দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে এ মেলা শুরু হয়। চলবে আগামী রোববার পর্যন্ত। মেলা শুরুর পর পাঠক ও দর্শনার্থীদের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ সরব হয়ে ওঠে।
মেলা উপলক্ষে সন্ধ্যায় মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে কবি, লেখক ও পাঠকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ময়মনসিংহের স্থানীয় কবি-লেখকেরা প্রথম আলো ও প্রথমার কাছে তাঁদের প্রত্যাশা, প্রাপ্তি এবং বিভিন্ন অনুযোগের কথা তুলে ধরেন। প্রথমা প্রকাশনের পক্ষ থেকে প্রথমার সমন্বয়ক জাবেদ হোসেন ও ব্যবস্থাপক জাকির হোসেন উপস্থিত ছিলেন।
কবি-লেখকেরা বলেন, প্রথম আলো ও প্রথমার কাছে তাঁদের প্রত্যাশা অনেক। এ কারণে তাঁরা অনুযোগ করছেন। তাঁরা চান, প্রথম আলোর সাহিত্য পাতায় সারা দেশের লেখকদের লেখা নিয়মিত ছাপা হোক। পাশাপাশি প্রথমাও সারা দেশের লেখকদের বই প্রকাশ করুক। এ ছাড়া প্রথমাকে শিশুদের জন্য আরও বই প্রকাশের অনুরোধ করেন তাঁরা।
মতবিনিময় সভায় কবি শামসুল ফয়েজ, কবি মাহমুদ আল মামুন, কবি কাজী নাসির মামুন, লেখক আবুল কালাম আল আজাদ, কবি স্বাধীন চৌধুরী, কবি আসাদউল্লাহ, আনন্দ মোহন কলেজের শিক্ষক ও লেখক রশিদ আহমদ তালুকদার, কবি আল মাকসুদ, কবি আহমদ জামাল জাফরি, কবি নিবেদিতা শেলী, বিশ্বসাহিত্য কেন্দ্রের ময়মনসিংহ ইউনিটের সমন্বয়ক রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রথমার সমন্বয়ক জাবেদ হোসেন বলেন, ময়মনসিংহের মতবিনিময় সভায় সবার কথা খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। তিনি প্রথমার বইমেলা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত হওয়ায় সবাইকে ধন্যবাদ জানান।
প্রথমার বইমেলা চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। মেলাটি প্রতিদিন বেলা ১১টায় শুরু হয়ে শেষ হবে রাত সাড়ে ৮টায়। মেলায় প্রথমা প্রকাশনের বই ছাড়াও অন্য প্রকাশনীর বইও পাওয়া যাবে।