সংসদ সদস্যের বিরুদ্ধে ‘মানহানিকর’ পোস্ট দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

এস এম শামীম
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য জয়া সেনগুপ্তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানিকর ও অশালীন পোস্ট দেওয়ার অভিযোগে এস এম শামীম (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে কারাগারে পাঠানো হয়।

এস এম শামীম শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের আটগাঁও কসবা গ্রামের বাসিন্দা। সিলেটে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন তিনি। শনিবার সন্ধ্যায় সিলেটের আম্বরখানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় এস এম শামীম নিজের ফেসবুক আইডি থেকে সংসদ সদস্য জয়া সেনগুপ্তাকে নিয়ে একটি পোস্ট দেন। পোস্টে শামীম লেখেন, ‘কত বড় নির্লজ্জ সাদা কাপড়ে মোড়ানো একটি লাশ, তারপরও ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চায়। মনে হয় যেন দিরাই-শাল্লা তাঁর বাপ দাদার সম্পত্তি।’

শামীমের ওই পোস্ট দেখে ক্ষুব্ধ হন স্থানীয় আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা। ১২ ফেব্রুয়ারি শাল্লা উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অরিন্দম চৌধুরী বাদী হয়ে শামীমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, এস এম শামীম জামায়াত-শিবিরের সমর্থক। তিনি সরকারবিরোধী প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, শামীমকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল তাঁকে সিলেট শহর থেকে গ্রেপ্তার করে পুলিশ।