লাউয়াছড়ায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পাথর নিক্ষেপ, পর্যটকের কপালে আটটি সেলাই

লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেললাইন
ফাইল ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে চলন্ত ট্রেন থেকে নিক্ষেপ করা পাথরে এক পর্যটক আহত হয়েছেন। শনিবার বেলা একটার দিকে চট্টগ্রামগামী আন্তনগর ট্রেন পাহাড়িকা এক্সপ্রেসের ছাদের ওপর থেকে এ পাথর নিক্ষেপের ঘটনা ঘটে।

আহত ওই পর্যটকের নাম রিয়াজুল কবির। তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের (১৪তম ব্যাচ) শিক্ষার্থী।

ট্রেনের ছাদের ওপর থেকে এক ছেলে পাথর নিক্ষেপ করলে রিয়াজুলের কপাল ও নাক রক্তাক্ত হয়ে যায়। রক্তে ভেসে যায় তাঁর শরীর।

রিয়াজুলের বন্ধু অমিতাভ পুরকায়স্থ ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ঘটনার সময় বনের ভেতর দিয়ে চলে যাওয়া সিলেট-আখাউড়া রেলপথের কাছেই ছিলেন রিয়াজুল। চট্টগ্রামগামী আন্তনগর ট্রেন পাহাড়িকা এক্সপ্রেসের ছাদের ওপর থেকে এক ছেলে পাথর নিক্ষেপ করলে রিয়াজুলের কপাল ও নাক রক্তাক্ত হয়ে যায়। রক্তে ভেসে যায় তাঁর শরীর। দ্রুত শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। রিয়াজুলের নাকের পাশ ও কপালে আটটি সেলাই দেওয়া হয়েছে।

এ ঘটনায় লাউয়াছড়া জাতীয় উদ্যানে আগত শিক্ষার্থী পর্যটকেরা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেলওয়ে স্টেশনের এসব বখাটের বিরুদ্ধে অভিযান চালিয়ে ট্রেনের ছাদ থেকে তাদের নামানো উচিত। না হলে অদূর ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও ঘটতে পারে।

শ্রীমঙ্গল জোনের ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাবের রেজা আহম্মদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন। যাতে অদূর ভবিষ্যতে আর এ ধরনের ঘটনা না ঘটে।