রাজবাড়ীতে ভোররাতে ঘরে ঢুকে স্বামী-স্ত্রীকে কুপিয়ে টাকা ও স্বর্ণালংকার লুট

ডাকাতি
প্রতীকী ছবি

রাজবাড়ীতে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা টাকা ও স্বর্ণালংকার লুট করে যাওয়ার সময় গৃহকর্তা আলম দেওয়ান (৬০) ও তাঁর স্ত্রী ফরিদা বেগমকে (৪৫) কুপিয়ে জখম করে। গতকাল সোমবার ভোররাতে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ডাকাতদের হামলায় গুরুতর আহত আলম দেওয়ান ও তাঁর স্ত্রী ফরিদা বেগমকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই দম্পতির ছেলে সোহান দেওয়ান বলেন, তাঁর বাবা কাঠের ব্যবসা করেন। গত রোববার দিবাগত রাত ১২টার দিকে খাবার খেয়ে তাঁরা পরিবারের সদস্যরা সবাই ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ৩টার দিকে মা–বাবার চিৎকারে তাঁদের ঘুম ভেঙে যায়। এ সময় প্রতিবেশীদের ডাকার চেষ্টা করেন। পরে মা–বাবার কক্ষে এসে দেখেন, মা–বাবা দুজনই রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে আছেন।

সোহান দেওয়ান আরও বলেন, ‘সিসিটিভি ফুটেজে দেখা যায়, ডাকাতেরা রাত ১টার দিকে বাড়ির পেছনের দিক দিয়ে প্রবেশ করে। পরে দরজা ভেঙে ঘরে ঢুকে আমার মা–বাবাকে কুপিয়ে জখম করে। এ সময় মায়ের গলার চেইন ও কানের দুল ছিনিয়ে নেয় ডাকাতেরা। এ ছাড়া ঘরে থাকা স্টিলের আলমারি ভেঙে স্বর্ণালংকার ও নগদ দেড় লাখ টাকা লুট করে ডাকাতেরা।’

সোহান বলেন, ‘ডাকাতরা সংখ্যায় ৪ থেকে ৫ জন ছিল। তারা আমার বাবার মাথায় কুপিয়ে জখম করাসহ মারধর করেছে। এ ছাড়া মায়ের পা কুপিয়ে জখম করেছে।’

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইফতেখারুল আলম প্রধান আজ মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘আমরা সবেমাত্র থানার কার্যক্রম শুরু করেছি। বসন্তপুরে ডাকাতির ঘটনা সম্পর্কে সোমবার রাতে লিখিত এজাহার পেয়েছি। এ বিষয়ে আমাদের তদন্ত চলছে।’