পুলিশের বিরুদ্ধে বিএনপি কর্মীকে থানায় নিয়ে মাদকের মামলায় ফাঁসানোর অভিযোগ
রাজশাহীতে বিএনপির এক নেতাকে থানায় নিয়ে মাদকদ্রব্য দিয়ে মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। গ্রেপ্তার হয়ে জামিনে মুক্তি পাওয়ার পর আজ রোববার দুপুরে রাজশাহী সিটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তবিবুর রহমান। তিনি রাজশাহী নগরের ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য। তাঁর বাড়ি নগরের পঞ্চবটি এলাকায়।
তবিবুর রহমান অভিযোগ করেন, ৮ জুলাই তিনি পাওনা টাকা আদায় করতে বাঘা পৌর এলাকায় যান। সেখানে স্থানীয়ভাবে পরিচিত মো. সনেটের সঙ্গে তাঁর দেখা হয়। সনেট তাঁকে এক দোকানে চা খাওয়ান। ওই সময় বাঘা থানা-পুলিশ গিয়ে তাঁদের দুজনকে আটক করে। পরদিন তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মামলার এজাহারে বলা হয়, তবিবুরের কাছে ২০ গ্রাম গাঁজা এবং সনেটের কাছে ১০০টি ইয়াবা বড়ি পাওয়া গেছে। গত শুক্রবার জামিনে মুক্তি পান তবিবুর।
তবিবুর দাবি করেন, ‘পুলিশ সনেটের কাছে ইয়াবা পেয়েছিল, এটা সত্য। সনেট মাদক ব্যবসায়ী। তাঁর নামে অন্তত ১৭টি মামলা আছে। কিন্তু আমার নামে কোনো থানায় মামলা কিংবা অভিযোগ নেই। তাঁর সঙ্গে বসেছিলাম, তখন পুলিশ আমাকেও নিয়ে যায়। থানায় যাওয়ার পর পুলিশ আমাকে বলে, এক লাখ টাকা দিলে আমাকে ছেড়ে দেবে। তখন আমি আমার রাজনৈতিক পরিচয় দিই। এ সময় আমাকে আরও বেইজ্জতি করা হয়। রাজনৈতিক পরিচয় পেয়ে পুলিশ টাকা নিতে পারেনি। আবার ছেড়ে দিলে সমস্যা হবে ভেবে তারা আমার কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার দেখায়।’ তিনি বলেন, ‘পুলিশ আমাকে ভয় দেখায়, যদি স্বীকারোক্তি না দিই, তাহলে বেশি মাদক দেখিয়ে জামিন অযোগ্য করে দেবে। বাধ্য হয়ে ২০০ টাকার গাঁজা ছিল বলে স্বীকারোক্তি দিয়েছি। সেই স্বীকারোক্তি ভিডিও করে রেখেছে পুলিশ।’
মামলায় আসামি হওয়ার পর দল থেকে তবিবুর রহমানকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের প্রতিবাদ জানিয়ে তবিবুর বলেন, ‘আমি ভুক্তভোগী। যাচাই-বাছাই না করে বহিষ্কার করায় আমি সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হয়েছি। বহিষ্কারাদেশ প্রত্যাহার করে আমার সম্মান ফিরিয়ে দেওয়া হোক।’
এ বিষয়ে জানতে চাইলে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, ‘মামলা মিথ্যা না। সনেটের বিরুদ্ধে বহু মামলা আছে। তাঁর সঙ্গে তবিবুরকেও পাওয়া গেছে। এ ঘটনার সাক্ষী আছে। সংবাদ সম্মেলন যে কেউ অভিযোগ করতেই পারে। দলীয় চাপে তিনি এমনটি করে থাকতে পারেন।’