এক গাভি একসঙ্গে জন্ম দিল ৪ বাছুর

একটি গাভি একসঙ্গে চারটি বাছুরের জন্ম দিয়েছে। রোববার সকালে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ডারারপাড় এলাকায়
ছবি: সংগৃহীত

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় একটি গাভি একসঙ্গে চারটি বাছুরের জন্ম দিয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার ৫ নম্বর চণ্ডীপুর ইউনিয়নের জাহানাবাদ ডারারপাড় এলাকার রমজান আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

ডারারপাড় এলাকার কৃষক নজরুল ইসলামের ছেলে রমজান আলী। রমজান বলেন, ‘শ্বশুরবাড়ি থেকে আমাকে একটি দেশি গরু দিয়েছিল। আমি গরুটি লালনপালন করে বিক্রি করে দিই। পরে সেই টাকা দিয়ে ফ্রিজিয়ান জাতের একটি গাভি কিনি। কিছুদিন পরেই গাভিটিকে কৃত্রিমভাবে প্রজনন করানো হয়। গতকাল সকালে গাভিটি চারটি বাছুরের জন্ম দিয়েছে। এর মধ্যে তিনটি বকনা ও একটি এঁড়ে বাছুর।’

গাভিটির চারটি বাছুর দেখতে ভিড় করছেন স্থানীয় বাসিন্দা ও আশপাশের লোকজন। এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহফুজুর রহমান বলছেন, এমন ঘটনা অস্বাভাবিক না হলেও বিরল।

রমজান আলী জানিয়েছেন, তাঁর আরও চারটি বিদেশি গরু আছে। তবে এই প্রথম একটি গাভি চারটি বাছুরের জন্ম দিল। সাধারণত একটি গাভি একটি বাছুর জন্ম দেয়। তাঁর গাভিটি একসঙ্গে চারটি বাছুরের জন্ম দিয়েছে। এতে তিনি ভীষণ খুশি। বাছুর চারটি জন্ম হওয়ার পর থেকে বিভিন্ন এলাকার লোক দেখতে আসছেন।