এক ঘণ্টার জন্য ইউএনও হলো কলেজছাত্রী ইশরাত

বেতাগীতে এক ঘণ্টার জন্য ইউএনওর প্রতীকী দায়িত্ব পালন করেছে কলেজছাত্রী ইশরাত জাহান
ছবি: সংগৃহীত

বরগুনার বেতাগীতে এক ঘণ্টার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) প্রতীকী দায়িত্ব পালন করেছে কলেজছাত্রী ইশরাত জাহান ওরফে লিমা (১৬)। শনিবার বিকেল সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত এ দায়িত্ব পালন করে সে। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় বেসরকারি সংগঠন সিবিডিপি এ কার্যক্রমের আয়োজন করে। ইশরাত জাহান বেতাগী সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

বেতাগী উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মো. সুহৃদ সালেহীনের উপস্থিতিতে ইশরাত জাহান প্রতীকী ইউএনওর দায়িত্ব পালন করে। দায়িত্ব পালনের সময় ইশরাত জাহান বাল্যবিবাহ, নারী নির্যাতন ও মাদক বন্ধে জোর পদক্ষেপ নেওয়ার প্রতি গুরুত্ব দেয়।

প্রতীকী দায়িত্ব গ্রহণের পর ইশরাত জাহান বলে, ‘ইউএনওর দায়িত্ব পালন করে আমার আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে। এ আত্মবিশ্বাস একদিন আমাকে নেতৃস্থানীয় পদে দায়িত্ব পালনে সাহায্য করবে। বিশ্ব কন্যাশিশু দিবস উপলক্ষে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজনে এই উদ্যোগ বেতাগী উপজেলার কন্যাশিশুদের অধিকার আদায়ে বিশেষ ভূমিকা রাখবে।’

ইউএনও মো. সুহৃদ সালেহীন বলেন, ‘আজকের তরুণ প্রজন্ম ও নারীরাই একদিন দেশের উন্নয়নে কাজ করবেন। তরুণ প্রজন্ম দেশের ভবিষ্যৎ কারিগর। তাদের নেতৃত্বে একদিন এই দেশ পরিচালিত হবে। তাই শিশুদের ছোট থেকেই দেশের জন্য প্রস্তুত করা সবার দায়িত্ব।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম, সিবিডিপির প্রকল্প কর্মকর্তা মেজবাহ উদ্দিন মাসুদ প্রমুখ।