শরণখোলায় অজগর ও গোখরা উদ্ধার

বাগেরহাট জেলার মানচিত্র

বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনসংলগ্ন দুটি গ্রাম থেকে আকারে বৃহৎ একটি অজগর ও একটি গোখরা উদ্ধার হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে শরণখোলা গ্রামের একটি বসতবাড়ি থেকে অজগর এবং পার্শ্ববর্তী খুড়িয়াখালী গ্রামের এক বাড়ি থেকে গোখরাটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া অজগরটি প্রায় ১২ ফুট এবং গোখরাটি ৪ ফুট লম্বা। পূর্ব বন বিভাগের শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, সকালে উপজেলার শরণখোলা গ্রামের রিয়াদুল হাওলাদারের বাড়ির হাঁস-মুরগির খোপের পেছনে অজগরটি দেখতে পান স্থানীয় লোকজন। তাঁরা ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) ও ওয়াইল্ড টিমকে খবর দেন। এর পরপরই খুড়িয়াখালী গ্রামের হালিমজোমাদ্দারের বাড়ির বসতঘরের পেছন থেকে গোখরাটি উদ্ধার করা হয়।

খাবার বা উপযুক্ত পরিবেশের সন্ধানে সাপ দুটি বন ছেড়ে লোকালয়ে চলে আসে বলে ধারণা করছেন বন বিভাগ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। উদ্ধারের পর ভিলেজ টাইগার রেসপন্স টিম, ওয়াইল্ড টিম ও বন বিভাগের সদস্যরা সাপ দুটি দুপুরে শরণখোলা স্টেশন কার্যালয়ের পাশের বনে অবমুক্ত করেন।