বিকল ট্রাক সরাতে গিয়ে উল্টে গেল রেকার, পাটুরিয়ার একটি ঘাটে ৮ ঘণ্টা পারাপার বন্ধ

মানিকগঞ্জের পাটুরিয়ার পাঁচ নম্বর ঘাটে বিকল ট্রাক সরাতে গিয়ে উল্টে যায় রেকার। আজ দুপুর সাড়ে ১২টার দিকে তোলাছবি: প্রথম আলো।

মানিকগঞ্জের পাটুরিয়ার পাঁচ নম্বর ফেরিঘাটের পন্টুনে বিকল হওয়া একটি ট্রাক সরাতে গিয়ে রেকার উল্টে যানবাহন ও যাত্রী পারাপার প্রায় আট ঘণ্টা বন্ধ ছিল। আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। ঈদে ঘরমুখী মানুষের চাপের মধ্যে দুপুর দেড়টার দিকে ঘাটটি দিয়ে চলাচল স্বাভাবিক হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, আজ ভোর পাঁচটার দিকে একটি ট্রাক পাটুরিয়ার ৫ নম্বর ঘাট দিয়ে ফেরিতে ওঠার সময় বিকল হয়ে যায়। এরপর ভোর সাড়ে পাঁচটার দিকে বিআইডব্লিউটিসির একটি রেকার দিয়ে ট্রাকটি সরানোর চেষ্টা করা হয়। এ সময় রেকারটি পন্টুনের ওপর উল্টে যায়। এর পর থেকে ঘাটটি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার বন্ধ থাকে। তবে ৩ নম্বর ও ৪ নম্বর ঘাট দিয়ে যানবাহন চলাচল করছিল। দুপুর দেড়টার পর রেকার ও ট্রাকটি সরানোর পর আবার ঘাটটি স্বাভাবিক হয়।  

বিকল হওয়া ট্রাকটির চালক মোখলেছ মিয়া প্রথম আলো বলেন, ফেরিতে ওঠার সময় ট্রাকে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপর ট্রাকটি উদ্ধারের সময় রেকারটি উল্টে যায়।

আজ দুপুরে সরেজমিনে দেখা গেছে, পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে পন্টুনে রেকারটি উল্টে গেছে। বিকল হওয়া ট্রাকটি পন্টুনে পকেটের সামনে দাঁড়ানো অবস্থায় ছিল। বেকারটি উল্টে যাওয়ায় ফেরিতে ওঠার পথ আটকে গেছে। এ কারণে ওই সময়ে ঘাটটি দিয়ে যানবাহন পারাপার বন্ধ ছিল। এতে ঈদযাত্রায় অন্যান্য ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ কিছুটা বেড়ে যায়।

উল্টে যাওয়া রেকার ও বিকল হওয়া ট্রাকটি সেখান থেকে সরাতে কাজ দ্রুত গতিতে সম্পন্ন হয় বলে জানান বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহ মো. খালেদ নেওয়াজ। তিনি প্রথম আলোকে বলেন, এগুলো সেখান থেকে সরানোর পর ঘাটটি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার শুরু হয়।