চট্টগ্রামে আরও একজনের করোনা শনাক্ত
চট্টগ্রামে শেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরও একজন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে গত এক সপ্তাহে চট্টগ্রামে চারজন করোনা রোগী পাওয়া গেল। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের করা ২৪ ঘণ্টার প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
চট্টগ্রামের সিভিল সার্জন জাহাঙ্গীর আলম বলেন, নতুন করে করোনায় আক্রান্ত ওই যুবক নগরের হালিশহরের বাসিন্দা। গতকাল মঙ্গলবার এপিক হেলথ কেয়ার রোগনির্ণয়ের কেন্দ্রে করোনা পরীক্ষার জন্য তাঁর কাছ থেকে নমুনা সংগ্রহ করা হয়। সেখানে তাঁর করোনা পজিটিভ আসে।
এর আগে তিনজন করোনা রোগী পাওয়া যায়। এর মধ্যে দুজন নারী। আক্রান্ত ব্যক্তিরা সবাই বাসায় চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। করোনায় আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা দেওয়ার জন্য চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে নতুন করে প্রস্তুত করা হচ্ছে বলে জানান হাসপাতালটির তত্ত্বাবধায়ক আকরাম হোসেন।
নতুন করে করোনা সংক্রমণের কারণে স্বাস্থ্য অধিদপ্তর থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে। করোনা থেকে বাঁচতে ভিড় এড়িয়ে চলার পাশাপাশি মাস্ক পরিধানের পরামর্শ দেওয়া হয়। ২০২০ সালে প্রথম করোনার সংক্রমণ হয়। তখন থেকে ২০২২ সাল পর্যন্ত চট্টগ্রামে সরকারি হিসাবে মোট ১ লাখ ২৯ হাজার ৫১৭ জন করোনা রোগী পাওয়া যায়। এর মধ্যে মারা যান ১ হাজার ৩৭০ জন। এখন নতুন করে করোনা রোগী পাওয়া যাচ্ছে ঢাকা ও চট্টগ্রামে।