কয়রায় চার কেজি হরিণের মাংসসহ এক ব্যক্তি গ্রেপ্তার

খুলনা জেলার মানচিত্র

খুলনার কয়রা উপজেলায় চার কেজি হরিণের মাংস জব্দ করেছে কয়রা থানার পুলিশ। এ সময় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার ভোরে উপজেলার পল্লীমঙ্গল এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তির নাম রুহুল আমিন ওরফে সানা। তিনি ৪ নম্বর কয়রা গ্রামের বাসিন্দা। রুহুল আমিনের বিরুদ্ধে বন্য প্রাণী আইনে মামলা হয়েছে।

পুলিশ জানায়, আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পল্লীমঙ্গল এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় রুহুল আমিনের কাছ থেকে কালো রঙের ব্যাগের ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় চার কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়।

হরিণ শিকারের ব্যাপারে জানতে চাইলে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম এস দোহা বলেন, হরিণ শিকার ও পাচার রোধে তাঁরা সব সময় সতর্ক রয়েছেন। বিভিন্ন সময় তাঁরা অভিযান চালিয়ে হরিণের মাংস ও চামড়া উদ্ধার করেছেন। আজও হরিণের মাংস উদ্ধারের পর বন্য প্রাণী নিধন আইনে মামলা করা হয়েছে।

এর আগে ১৭ আগস্ট বুধবার দিবাগত রাত তিনটার দিকে কয়রা সদরের ৪ নম্বর কয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন এলাকা তিন কেজি হরিণের মাংস উদ্ধার করে পুলিশ। তবে পুলিশ ওই দিন কাউকে আটক করতে পারেনি। এ ছাড়া গত ৫ জুন সুন্দরবনে অভিযান চালিয়ে একটি নৌকা, হরিণ ধরার ফাঁদ ও জবাই করা দুটি হরিণ উদ্ধার করেন কয়রার হড্ডা বন টহল ফাঁড়ির ওসি মো. মাহবুবুর রহমান।