গ্রেপ্তার আতঙ্কে আছেন কি না জবাবে হিরো আলম বলেন, ‘অবশ্যই গ্রেপ্তার আতঙ্কে আছি। বাসায় না পৌঁছা পর্যন্ত আতঙ্ক কাটবে না।’
হিরো আলম বলেন, দুবাই থেকে বিমানে রওনা করার আগে গতকাল শনিবার বিকেলে দুবাইয়ে মরুভূমিতে পবিত্র রমজান উপলক্ষে নিজের গাওয়া ইসলামিক গানের মিউজিক ভিডিওর শুটিং শেষ করেছেন। তিনি বলেন, ‘ভক্তদের কথা দিয়েছিলাম, আসছে পবিত্র মাহে রমজানে তাঁদের জন্য চমক হিসেবে আমার গাওয়া ইসলামিক গান থাকবে।’
হিরো আলম আরও বলেন, ‘আমি পেশাদার কণ্ঠশিল্পী নই। চেষ্টা করছি ভালো কিছু উপহার দেওয়ার জন্য। আশা করছি এ গান নিয়ে কেউ ট্রল করার সাহস পাবে না। এখন সম্পাদনা শেষে শিগগির গানটি আমার ইউটিউব চ্যানেলে রিলিজ করব।’
গত বুধবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের নিউ গোল্ড সুকে অবস্থিত আরাভ জুয়েলার্সের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন বগুড়ার আলোচিত আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। এ জুয়েলার্সের মালিক রবিউল ইসলাম ওরফে আরাভ খান। ডিবি বলছে, পুলিশ কর্মকর্তা মামুন এমরান খান হত্যা মামলার আসামি রবিউল ইসলাম দেশ থেকে পালিয়ে প্রথমে ভারতে যান। সেখানে আরাভ খান নামে পাসপোর্ট সংগ্রহ করে দুবাই চলে যান। এখন তিনি দুবাইয়ের বড় স্বর্ণ ব্যবসায়ী। রবিউলকে ইন্টারপোলের সহায়তায় দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।