সুন্দরবনে ঢুকে গরু‌ আনতে গিয়ে বাঘের মুখে কৃষক

বাঘের আক্রমণে আহত মো. ফজলু গাজী হাসপাতালে চিকিৎসাধীন। শয্যার পাশে তাঁর স্ত্রী। শুক্রবার রাতে বাগেরহাট জেলা হাসপাতালে
ছবি: ইনজামামুল হক

লোকালয়সংলগ্ন সুন্দরবনে বাঘের আক্রমণে মো. ফজলু গাজী (৬২) নামের এক কৃষক আহত হয়েছেন। বনে ঢুকে পড়া নিজেদের গৃহপালিত গরু আনতে গিয়ে বাঘের আক্রমণের শিকার হন তিনি।

আহত ফজলু গাজীকে গতকাল শুক্রবার সকালে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে বাঘের আক্রমণের শিকার হন তিনি। ডান পায়ে তাঁর ক্ষতস্থানে অস্ত্রোপচার করতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

ফজলু গাজীর বাড়ি সুন্দরবনসংলগ্ন বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামে। তাঁর স্ত্রী ফিরোজা বেগম প্রথম আলোকে বলেন, তাঁদের বাড়ি সুন্দরবনের একদম কাছেই। একটা বেড়িবাঁধ, তারপর ছোট নদীর ওপারেই বন। গত মঙ্গলবার সকালে তাঁদের একটি গরু ছাড়া পেয়ে শুকিয়ে যাওয়া ভোলা নদী পেরিয়ে সুন্দরবনে ঢুকে পড়ে। বেলা ১১টার দিকে গরু আনতে নদীর ওপারে সুন্দরবনের ভেতরে গিয়ে মাঘের আক্রমণের শিকার হন তাঁর স্বামী।

হাসপাতালে চিকিৎসাধীন ফজলু গাজী প্রথম আলোকে বলেন, ‘বনে এট্টু যাইতে গরুডা পাই। গরু নিয়া ফিরে আইতেছেলে। তহনই খেয়াল করি, কী যেন একটা পিছনে দূর দে দোড়োয়ে আসতিছে। হেই দেহে আমি ছিক্কর পাড়ি। সামনের খালে তহন দুটো নৌকায় ১০-১২ জন ছেলে। তারা সবাই তখন দোড়োয়ে আসে। এর মধ্যি বাঘে আমার এট্টা পা কামড়ায়ে ধরে। নৌকার লোকজনের দোড়ানিতি পরে বাঘে আমারে ছাইড়ে যায়।’

ফজলু গাজীর ছেলে মো. ফিরোজ গাজী বলেন, ‘আমরা গরিব মানুষ। আমি ঢাকায় ফেরি করে সবজি বেচি। এই খবর শুনে ঢাকা থেকে আইছি। এট্টা গরু আমাগো সম্বল। বনে গেলি তাড়াতাড়ি গরুটা আনতে আমার বাপ গেছিল। বনে প্রবেশের অনুমতি নাই। তাই ভয়ে আমরা কাউকে কিছু বলিনি। তা ছাড়া টাকা-কড়ির জোগান না থাকায় স্থানীয় গ্রাম্য চিকিৎসক দিয়ে বাড়িতে রাইখে ট্রিটমেন্ট করাচ্ছিলাম। বৃহস্পতিবার এক ডাক্তার দেখালে তিনি এইহানে ভর্তি হইতে কন।’

বাগেরহাট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার মুঠোফোনের প্রথম আলোকে বলেন, বাঘের কামড়ে আহত ফজলু গাজী তাঁর চেম্বারে এসেছিলেন। ডান পায়ের ক্ষত অনেক বেশি। সেখানে গভীর গর্ত হয়ে গেছে। পরিবারটি অনেক দরিদ্র, চিকিৎসার ব্যয় মেটানোও তাদের জন্য কঠিন। তাঁকে ভর্তি করে হাসপাতাল থেকে সব ধরনের সেবা দেওয়া হচ্ছে। আজ শনিবার তাঁর পায়ের ক্ষতস্থানে অস্ত্রোপচার করা হবে।
তবে বিষয়টি সম্পর্কে অবগত নয় বন বিভাগ। জানতে চাইলে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই ও শরণখোলা রেঞ্জের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, হয়তো অবৈধভাবে বনে প্রবেশ করায় তাঁদের কিছু জানানো হয়নি।

এদিকে ২৭ জানুয়ারি সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জিউধারা স্টেশনের সুধীরের সিলা এলাকায় অনুকূল গাইন (৩৫) নামের এক জেলে গুরুতর আহত হন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে ১১ জানুয়ারি রাতে সুন্দরবনসংলগ্ন বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামে ভোলা নদীতীরের বেড়িবাঁধের পাশের এলাকায় বাঘের ছাপ দেখা যায়। লোকালয়ে বাঘ–আতঙ্ক সৃষ্টির পর স্থানীয় ব্যক্তিদের সচেতন করতে বিভিন্ন এলাকায় মাইকিং করে বন বিভাগ।