সংসদ সদস্য রমেশকে ঠাকুরগাঁও থেকে বিতাড়িত করার হুমকি আওয়ামী লীগ নেতার

নির্বাচনী সভায় বক্তব্য দিচ্ছেন ঠাকুরগাঁও পৌরসভার প্যানেল মেয়র আবদুল কাইয়ুম চৌধুরী

সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে ‘অটো পাস এমপি’ উল্লেখ করে ঠাকুরগাঁও থেকে বিতাড়িত করার হুমকি দিয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতা। ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অরুণাংশু দত্তের নির্বাচনী সভা থেকে এ হুমকি দিয়েছেন আওয়ামী লীগ নেতা আবদুল কাইয়ুম চৌধুরী।

শহরের বাসস্ট্যান্ড এলাকায় গত রোববার সন্ধ্যায় ওই সভা হয়। তাঁর বক্তব্যের ২ মিনিট ২৭ সেকেন্ডের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। আবদুল কাইয়ুম ঠাকুরগাঁও পৌরসভার প্যানেল মেয়র ও ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ২১ মে সদর উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান অরুণাংশু দত্ত (টিটো), সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, সহসভাপতি রওশনুল হক এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ও আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক কামরুল হাসান প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোশারুল ইসলাম সরকারের পক্ষ নিয়ে ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের বিরুদ্ধে নির্বাচনে প্রভাব বিস্তার করছেন বলে অভিযোগ অরুণাংশু দত্তের অনুসারীরা।

অরুণাংশু দত্তের নির্বাচনী সভায় সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের উদ্দেশে কাইয়ুম চৌধুরী বলেন, ‘জীবনে তো কখনো ভোট করেনি, প্রতিদ্বন্দ্বিতাও করেনি কারও সঙ্গে। ওই অটো পাস এমপি সবাইকে হুমকি দিয়ে কিছু কাউন্সিলরকে বিভ্রান্ত করেছে। আপনাদের বাসস্ট্যান্ডেই দেখছেন, দু-একজন কাউন্সিলর হয়তো কথা বলেছে (মোশারুল ইসলামের পক্ষে)। আসলে তারা (কাউন্সিলররা) ঠিকই আছে, তারা কোনো রকমে বিভ্রান্ত হয়নি। তাদের জোর করে মোটরসাইকেলের পক্ষে নামানো হচ্ছে।’
আবদুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, ‘ওনারা এখানে (বাসস্ট্যান্ডে) এসে বলছেন, তাঁরা নাকি আওয়ামী লীগের মূলস্রোতে আছেন। ওনারা যদি মূলস্রোত হয়, তাহলে আমরা কোন আওয়ামী লীগ করছি? যাঁর বাপ করে জামায়েত, ভাই করে বিএনপি, তিনি একাই করেন আওয়ামী লীগ, ওনি নাকি আওয়ামী লীগের মূলস্রোত।’

বক্তব্যের একপর্যায়ে রমেশ চন্দ্র সেনের উদ্দেশে আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘বেশি বাড়াবাড়ি করবেন না। ঠাকুরগাঁওয়ে আপনাদের ঠাঁই হবে না। ওই রমেশ সেনকে রুহিয়া থেকে ঠাকুরগাঁওয়ে টিটো দত্তই (অরুণাংশু দত্ত) নিয়ে এসেছিল। আবার বিদায় করে দেব।’

বক্তব্যের বিষয়ে আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘ভোটের প্রচারণায় আমরা দেখছি, তাঁর (রমেশ চন্দ্র সেন) অনুসারীরা বলছেন, এমপির নির্দেশে মোটরসাইকেল মার্কার সঙ্গে থাকতে হবে। আমি এমপির কাছে এই প্রত্যাশা করতে পারি না। ভোটের মাঠে চারজনই তো দলের প্রার্থী, তিনি একজনের পক্ষে দলের নেতা-কর্মীদের মাঠে নামতে বাধ্য করবেন কেন? এসব কর্মকাণ্ড দেখে ক্ষোভ থেকে আমি এসব কথা বলে ফেলেছি।’

এ বিষয়ে ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, ‘সবাই আওয়ামী লীগেরই প্রার্থী। যার জনপ্রিয়তা রয়েছে, সেই জয়ী হবে। এ ক্ষেত্রে আমি নিরপেক্ষ। আমার কোনো পছন্দের প্রার্থী নেই।’

ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, সংসদ সদস্যকে বিতাড়িতের হুমকির বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।