বিএনপির আন্দোলনে বাধা দিলে যুদ্ধ হবে

লক্ষ্মীপুরে যুবদলের প্রতিবাদ সমাবেশে বক্তব্য দিচ্ছেন শহীদ উদ্দিন চৌধুরী। শনিবার দুপুরে শহরের উত্তর তেমুহনী এলাকায়
ছবি: প্রথম আলো

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী (এ্যানি) বলেছেন, ‘শেখ হাসিনার অবৈধ সরকারের বিরুদ্ধে আমরা মাঠে নেমে পড়েছি। কোনো বাধা আমাদের আন্দোলনকে দমাতে পারবে না। ঢাকা শহরের অলিতে-গলিতে বিএনপির হাজার-হাজার নেতা-কর্মী নেমে পড়েছেন। আমরাও লক্ষ্মীপুরে নেমে পড়েছি। আমাদের বাধা দেওয়ার সাহস করবেন না। আমাদের আন্দোলনে বাধা দিলে যুদ্ধ হবে।’

আজ শনিবার লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী এলাকায় জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিনের বাসভবনের সামনে জেলা যুবদলের প্রতিবাদ সমাবেশে শহীদ উদ্দিন চৌধুরী এসব কথা বলেন।

৩০ সেপ্টেম্বর লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আলাউদ্দিন পাটওয়ারী হত্যা মামলায় জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এ কে এম ফরিদ উদ্দিনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের আট নেতা-কর্মীকে আসামি করার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

শহীদ উদ্দিন চৌধুরী আরও বলেন, আওয়ামী লীগের সঙ্গে কোনো সংলাপে বসা হবে না। তাদের নেতৃত্বে এ দেশে আর কোনো নির্বাচন হবে না। অবৈধভাবে তাদের আর ক্ষমতায় আসতে দেওয়া হবে না। আওয়ামী লীগে নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে আলাউদ্দিনকে হত্যা করা হয়েছে। এ মামলায় জেলা যুবদলের নেতা এ কে এম ফরিদসহ বিএনপির আট নেতার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। বশিকপুরের চিহ্নিত সন্ত্রাসী আবুল কাশেমকে গ্রেপ্তার করলে হত্যার সঠিক রহস্য উদ্‌ঘাটিত হবে।

জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন ও যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান।

গত ৩০ সেপ্টেম্বর রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার দীঘিরপাড় এলাকায় যুবলীগের নেতা আলাউদ্দিনকে এলোপাতাড়ি গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে মেহেদী হাসান বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করে মামলা করেন। মামলার ৫ নম্বর আসামি যুবদলের নেতা জাবেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।