সময় বেঁধে দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের কর্মবিরতি স্থগিত

কর্মবিরতির পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবন ঘেরাও করেছিলেন আন্দোলনরত কর্মকর্তারা। আজ রোববার সকালে
ছবি: প্রথম আলো

আগামী সিন্ডিকেট পর্যন্ত সময় বেঁধে দিয়ে কর্মবিরতি স্থগিত করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে প্রশাসনিক ভবন ঘেরাও ও অবস্থান ধর্মঘট কর্মসূচি স্থগিত করে তাঁরা কাজে যোগ দেন।

এর আগে আজ সকাল আটটায় চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতি। কর্মবিরতির পাশাপাশি কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবন ঘেরাও করেন।

সমিতির সভাপতি মোহাম্মদ আজীম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ঈদের ছুটি হওয়ার আগে সিন্ডিকেট সভা ডেকে আমাদের দাবিগুলো বাস্তবায়নের জন্য মাননীয় উপাচার্য লিখিত আশ্বাস দিয়েছেন। যেহেতু দাবিগুলোর মধ্যে তিনটি দাবি সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নিতে হবে, তাই আগামী সিন্ডিকেট পর্যন্ত আমাদের কর্মসূচি স্থগিত করা হয়েছে। এ ছাড়া ডেপুটি রেজিস্ট্রার এ বি এম কামরুজ্জামানকে বদলির দাবিটি সিন্ডিকেটের অনুমোদন লাগবে না। তাই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সাত দিনের সময় দেওয়া হয়েছে।’

আরও পড়ুন

কামরুজ্জামানের বদলির দাবির বিষয়ে জানতে চাইলে আজীম উদ্দিন বলেন, ‘উনি নিজে পিএইচডি ডিগ্রিপ্রাপ্ত হওয়ায় কর্মকর্তা নিয়োগ ও পদোন্নতি নীতিমালায় অতিরিক্ত রেজিস্ট্রার পদের ক্ষেত্রে পিএইচডি ডিগ্রিধারী হলে ১ বছর কম অভিজ্ঞতার কথা বলেছেন, যা তিনি নিজের সুবিধাপ্রাপ্তি নিশ্চিত করেছেন। এ জন্য আমরা তাঁর পদত্যাগ দাবি করেছি।’

কর্মকর্তাদের দাবিগুলো হলো গত ৯ মার্চ অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় অনুমোদিত কর্মকর্তা নিয়োগ ও পদোন্নতি নীতিমালা বাতিল করে ২০১৯ সালের নীতিমালা অনুযায়ী পদোন্নতি বাস্তবায়ন করা; কর্মকর্তা নিয়োগ ও পদোন্নতির বর্তমান রিভিউ কমিটি পুনর্গঠন করে কর্মকর্তা সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে অন্তর্ভুক্ত করা; ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন-২) এ বি এম কামরুজ্জামানকে রেজিস্ট্রারের কার্যালয় থেকে অন্যত্র বদলি করা; যেসব কার্যালয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন, তাঁদের স্থায়ী করা ও সব অফিসপ্রধান হিসেবে কর্মকর্তাদের পদায়ন করা।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক নূরুল আলম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘তাঁদের চার দফা দাবি–সংবলিত একটি চিঠি আমি পেয়েছি। তাঁদের দেওয়া চারটি দাবি সম্পর্কে আমি বলেছি, পরবর্তী সিন্ডিকেটে দাবিগুলো তুলে সিদ্ধান্ত নেব। আর ডেপুটি রেজিস্ট্রার কামরুজ্জামানকে অপসারণের দাবির বিষয়ে সিদ্ধান্ত নিতে তাঁদের কাছে আমি একটু সময় নিয়েছি।’