রংপুরে বিএনপির সমাবেশ
সামনে এল নতুন করে দল গোছানোর ভাবনা
এ সমাবেশ দেখে জেগে ওঠার তাগিদ অনুভব করছে অন্য রাজনৈতিক দলগুলো। কারণ, সামনে নির্বাচন।
রংপুরের রাজনীতির মাঠে দীর্ঘদিন আওয়ামী লীগ ছাড়া অন্য রাজনৈতিক দলগুলোর কোনো কর্মসূচি ছিল না। এর মধ্যে বিএনপির বিভাগীয় সমাবেশ সমীকরণটি কিছুটা বদলে দিয়ে গেল। এ সমাবেশ দেখে জেগে ওঠার তাগিদ অনুভব করছে জাতীয় পার্টিও। রাজনৈতিক দলের নেতারা বলছেন, নির্বাচন আসছে। এবার সময় হয়েছে দলকে নতুন করে গড়ার।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, ‘আগে দেখেছেন, রংপুরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে একটা মধুর সম্পর্ক ছিল। কিন্তু নানা কারণে একে অপরকে প্রতিপক্ষ ভাবায় দূরত্ব সৃষ্টি হয়েছে। সেই অবস্থা থেকে বেরিয়ে এসে রাজনৈতিক সুসম্পর্ক পুনরায় গড়ে তুলতে হবে।’ সব দলের রাজনীতিচর্চায় একটা সুন্দর পরিবেশও সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিএনপির সমাবেশের মতো জাতীয় পার্টিকেও ভাবতে হবে। কেননা, রংপুরের রাজনীতিতে আগের মতো অবস্থান নেই জাপার।
রংপুরের বিশিষ্ট দন্তচিকিৎসক মোজাফফর হোসেন বলেন, রংপুরের রাজনীতিতে একসময় ভালো নেতারা ছিলেন। এখন নেতৃত্বের সংকট। যাঁরা রাজনীতির হাল ধরে নেতৃত্ব দিচ্ছেন, তাঁরা সব সময় রংপুরে থাকেন না বলে এ অবস্থা হয়েছে। এ সমাবেশ দেখে আরও মনে হয়েছে, আবার রাজনীতির সুবাতাস বইতে শুরু করেছে।
অন্যদিকে, বিএনপির নেতা-কর্মীরা বলছেন, বর্তমানে রংপুরের রাজনীতিতে বিএনপি সে রকম শক্ত অবস্থান নেই। মাঝে শাসক দলের চাপে পড়ে তাঁরা প্রায় মাঠ থেকে চলে গিয়েছিলেন। মন্দাভাব কাটিয়ে সুদিন ফিরিয়ে আনতে এই বিভাগীয় সমাবেশ নেতা-কর্মীদের অনুপ্রাণিত করেছে, আশার আলো জুগিয়েছে। নতুনভাবে দল গোছানোর কাজে এ সমাবেশ তাঁদের সাহস জুগিয়েছে।
বিএনপি রংপুর মহানগর কমিটির আহ্বায়ক সামসুজ্জামান বলেন, একসময় রংপুরে বিএনপির রমরমা অবস্থা ছিল। কিন্তু ১৯৮২ সালের পর থেকে সে অবস্থা আর ধরে রাখা যায়নি। এরপর নানাভাবে রাজনৈতিক হয়রানির কারণে নেতা-কর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছিল। সেটি এ সমাবেশের মাধ্যমে নেতা-কর্মীরা চাঙা হয়েছেন।
এদিকে জাতীয় পার্টির (জাপা) দুর্গ বলে খ্যাত রংপুর। দলীয় কর্মীরা বলেন, মহাজোটের রাজনীতি করতে গিয়ে দলের কার্যক্রমে ভাটা পড়েছে। দলীয় কর্মসূচি না থাকায় নেতা-কর্মীদের মধ্যে স্থবিরতা দেখা দেয়। সে অবস্থা থেকে বেরিয়ে এসে কর্মসূচি দিয়ে দলকে নতুন করে গড়ে তুলতে হবে। বিএনপির সমাবেশের পর এমনটাই তাঁদের ভাবনা।
রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি ও সিটি মেয়র মোস্তাফিজার রহমান বলেছেন, বিএনপির সমাবেশের মতো জাতীয় পার্টিকেও ভাবতে হবে। কেননা, রংপুরের রাজনীতিতে আগের মতো অবস্থান নেই জাপার। মহাজোটের বাইরে এখন নতুন করে ভাবতে হবে জাতীয় পার্টিকেও।