বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী জানানো যাচ্ছে, ৬ জানুয়ারি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগে অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার উপযুক্ত কারণসহ লিখিত জবাব আগামী ৭ দিনের মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।’
৬ জানুয়ারি ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে ছাত্রলীগের এক কর্মীর একটি চোখ ক্ষতিগ্রস্ত হয়। আহত সেই ছাত্রলীগের কর্মী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।