সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় লিখিত জবাব চাইল কেন্দ্রীয় ছাত্রলীগ

ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময়ের ছবি। গত শুক্রবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে
ছবি: প্রথম আলো

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনার বিষয়ে লিখিত জবাব চেয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। বুধবার ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হাসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাদের এ নির্দেশনা দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান প্রথম আলোকে বলেন, নির্দেশনা পেয়েছেন। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী সাত দিনের মধ্যে লিখিত আকারে জানানো হবে।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী জানানো যাচ্ছে, ৬ জানুয়ারি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগে অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার উপযুক্ত কারণসহ লিখিত জবাব আগামী ৭ দিনের মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।’

আরও পড়ুন

৬ জানুয়ারি ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে ছাত্রলীগের এক কর্মীর একটি চোখ ক্ষতিগ্রস্ত হয়। আহত সেই ছাত্রলীগের কর্মী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।