পৃথিবীর কোনো দেশ আমাদের মতো বিনা মূল্যে বই দিতে পারেনি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন উচ্চবিদ্যালয়ে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বুধবার দুপুরে
ছবি: প্রথম আলো

পৃথিবীর কোনো দেশ আমাদের মতো বিনা মূল্যে শিক্ষার্থীদের বই দিতে পারেনি বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন উচ্চবিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন।

আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘এখন শিক্ষার্থীদের বিনা পয়সায় শিক্ষা লাভ করার ব্যবস্থা করে দিয়েছেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদের বেশির ভাগ ব্যয় বহন করছে রাষ্ট্র। বছরের প্রথম দিনে দশম শ্রেণি পর্যন্ত ধনী-গরিবনির্বিশেষে শিক্ষার্থীদের হাতে বই দেওয়া হয়। পৃথিবীর কোনো দেশ আমাদের মতো বিনা মূল্যে এত বই দিতে পারেনি।’

শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘তোমরা রাষ্ট্রের পয়সার লেখাপড়া কর। আমাদের সময় আমরা তা পারিনি। তাই রাষ্ট্রের প্রতি তোমাদের দায়িত্ব আছে। রাষ্ট্র আমাকে কী দিল এটা বড় কথা নয়, আমি রাষ্ট্রকে কী দিলাম, সেটাই বড় বিষয়। আমি যখন জন্মেছি, সেদিন দেশের অবস্থা যা ছিল, মৃত্যুর সময় তার চেয়ে উন্নত রেখে যেতে চাই। তাই রাষ্ট্রকে তোমাদের কিছু দেওয়ার আছে। এ জন্য ভালোভাবে পড়াশোনা করতে হবে, যাতে দেশ ও রাষ্ট্রের কল্যাণে কাজে লাগে।’

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশ পথ হারিয়েছিল উল্লেখ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘ভবিষ্যতে আবার যেন সেই পথ হারিয়ে না যায়, সে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবস্থা নিচ্ছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও স্মার্ট বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী যে প্রত্যয় ব্যক্ত করেছেন, তা বাস্তবায়নে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।’

মোজাম্মেল হক বলেন, ‘কোনো মানুষ যাতে না খেয়ে মারা না যায়, সে জন্য সরকার বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ বিভিন্ন ভাতা প্রদান করছে। যাতে মানুষ খেয়ে-পরে বাঁচতে পারে, তার ব্যবস্থা করা হয়েছে। গৃহহীনদের জন্য ঘর তৈরি করে দেওয়া হচ্ছে। যাদের বাড়িঘর ছিল না, তাদের বাড়িঘর তৈরি করে দিচ্ছে সরকার। আবার যাদের জমি আছে কিন্তু ঘর নেই, তাদেরও ঘর তৈরি করার ব্যবস্থা করা হচ্ছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সেলিম রেজা। এতে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইসমত আরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা কুদরত-এ-খুদা, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।