গোপালগঞ্জে ছাত্রশিবিরের ৬ সদস্য গ্রেপ্তার

হাতকড়া
প্রতীকী ছবি

গোপালগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের সদর থানা কমিটির সভাপতি–সাধারণ সম্পাদকসহ সংগঠনটির ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দুপুর ১২টার দিকে গোপালগঞ্জ শহরের মিয়াপাড়া এলাকার মাওলানা জামাল উদ্দিনের বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ছয়জন হলেন ছাত্রশিবিরের গোপালগঞ্জ সদর থানা কমিটির সভাপতি এবং গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবু মুসা (২৪), সদর থানার সাধারণ সম্পাদক ও একই বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবু কালাম (২১), ছাত্রশিবিরের সদস্য ও একই বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মুয়াজ বিল্লাহ (২২), একই বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সেলিম রেজা (২৫), গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার চিতসী গ্রামের মো. আলাউদ্দিন (৩২) এবং নড়াইলের নড়গাতী উপজেলার সরসপুর গ্রামের শরিফুল ইসলাম (১৫)।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাবেদ মাসুদ প্রথম আলোকে বলেন, গোপালগঞ্জ সদর থানার পুলিশ জানতে পারে, ছাত্রশিবিরের কয়েকজন সদস্য তাঁদের সংগঠনের প্রচার চালাচ্ছেন এবং স্থানীয় বাসিন্দাদের ওই সংগঠনের সদস্য হওয়ার জন্য উদ্বুদ্ধ করছেন। এরপর আজ দুপুরে গোপালগঞ্জ শহরের মিয়াপাড়ার মাওলানা জামাল উদ্দিনের বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছে সংগঠনের বিভিন্ন বই উদ্ধার করা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।