সাতক্ষীরায় ১৪৪ ধারার মধ্যেই বিএনপির দুই পক্ষের কর্মসূচি, সংঘর্ষে আহত ১৫
আশাশুনি উপজেলায় একই স্থানে বিএনপির দুই পক্ষের কর্মসূচি ঘিরে সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বেউলা সাইক্লোন শেল্টার এলাকার এ সংঘর্ষ হয়।
দুই পক্ষের কর্মসূচি ঘিরে ওই এলাকায় আগে থেকেই ১৪৪ ধারা জারি করেছিল উপজেলা প্রশাসন। ১৪৪ ধারা জারি অবস্থায় সংঘর্ষে জড়ায় বিএনপির দুই পক্ষ। বর্তমানে সেখানে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।
আশাশুনি উপজেলা বিএনপির সভাপতি হেদায়েতুল ইসলাম বলেন, আজ বেউলা সাইক্লোন শেল্টার মাঠে বুধহাটা ইউনিয়ন বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন ছিল। সম্মেলনে প্রতিনিধি নির্বাচনের ভোট গ্রহণ শুরু করা হয়। এর মধ্যে বিএনপির অন্য একটি অংশের নেতা–কর্মীরা লাঠিসোঁটা নিয়ে সম্মেলনস্থলে আসেন। এরপর দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। হামলায় নেতৃত্ব দেন আসিফুর রহমান ও জাকির হোসেন। তাঁদের হামলায় আটজন আহত হন।
অপর পক্ষের নেতা আসিকুর রহমান বলেন, তাঁরা বেউলা সাইক্লোন শেল্টার মাঠে আগেই একটি সমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছিলেন। তাঁরা আজ বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষ গ্রুপটি তাঁদের ওপর লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে হামলা করে। এতে তাঁদের সাতজন আহত হন। আশাশুনি উপজেলা বিএনপির সভাপতি হেদায়েতুল ইসলাম ও সদস্যসচিব মশিউল হুদা মনগড়া একতরফা কমিটি করার জন্য অধিকাংশ ত্যাগী নেতাকে বাদ রেখে সম্মেলন করছিলেন।
আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় বলেন, আশাশুনি বিএনপির দুই পক্ষ একই স্থানে কর্মসূচি ডাকায় সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। এ অবস্থায় সকাল ১০টার দিকে ১৪৪ ধারা জারি করে মাইকিং করে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বেউলা ও আশপাশের এলাকায় সভা–সমাবেশ ও মিছিল করা নিষিদ্ধ। তারপরও বিএনপির দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে সেখানে পুলিশ ও সেনা মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।