রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন সহ-উপাচার্য হলেন হুমায়ুন কবীর

অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন সহ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক মো. হুমায়ুন কবীর। আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বেশ কয়েকটি শর্তের কথা উল্লেখ করা হয়েছে। সেগুলো হলো তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে চার বছর হবে; সহ–উপাচার্য পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতনাদি পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত দায়িত্ব পালন করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।

নিয়োগের পর আজ বিকেলে হুমায়ুন কবীর সহ-উপাচার্য হিসেবে যোগদান করেন। শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনে সহ-উপাচার্যের অফিসকক্ষে এ সময় উপাচার্য গোলাম সাব্বির সাত্তার, আরেক সহ-উপাচার্য মো. সুলতান-উল-ইসলাম, কোষাধ্যক্ষ মো. অবাইদুর রহমান প্রামাণিক, রেজিস্ট্রার মো. আবদুস সালাম, প্রক্টর মো. আসাবুল হক, ছাত্র উপদেষ্টা এম তারেক নূরসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

হুমায়ুন কবীর ১৯৬৩ সালে চুয়াডাঙ্গায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিষয়ে বি কম (সম্মান) ও ১৯৮৫ সালে এম কম ডিগ্রি লাভ করেন। ১৯৯৪ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও ১৯৯৯ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৯০ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হিসাববিজ্ঞান বিভাগে প্রভাষক পদে যোগ দেন। এরপর ২০০৪ সালে অধ্যাপক হন।