লোহাগাড়ায় একই স্থানে আবারও দুর্ঘটনা, এবার পর্যটকবাহী দুটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যাওয়া দুটি মাইক্রোবাস। আজ সকালে চট্টগ্রামের লোহাগাড়ায়ছবি: প্রথম আলো

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায় গত ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও দুর্ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার ভোর চারটার দিকে মহাসড়কের লোহাগাড়া উপজেলা অংশের চুনতি জাঙ্গালিয়ার মাজারটেক এলাকায় পর্যটকবাহী দুটি মাইক্রোবাস উল্টে ৯ যাত্রী আহত হন। একই স্থানে গতকাল সোমবার দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে পাঁচজনের মৃত্যু হয়েছিল। পুলিশ বলছে, বিপজ্জনক বাঁকের কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

পুলিশ জানায়, ঢাকার সাভার ও কুমিল্লা থেকে পৃথক দুটি মাইক্রোবাস প্রায় ২২ জন পর্যটক নিয়ে কক্সবাজারে যাচ্ছিল। ভোরে চুনতি জাঙ্গালিয়া মাজারটেক এলাকায় মাইক্রোবাস দুটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পূর্ব পাশে ৩০ ফুট গভীর খাদে পড়ে উল্টে যায়। স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।

এর আগে গতকাল সোমবার সকাল সোয়া সাতটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার জাঙ্গালিয়া এলাকায় যাত্রীবাহী বাস ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচ তরুণ নিহত হন। আহত হন আরও ৯ জন। নিহত তরুণদের মধ্যে আরাফাতসহ চারজন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাসিন্দা এবং একজন পাশের সাতকানিয়া উপজেলার।

দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক আবদুল মতিন প্রথম আলোকে বলেন, সম্ভবত মাইক্রোবাস দুটির চালকের কাছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কটি অপরিচিত। সেই কারণে মহাসড়কের বিপজ্জনক বাঁকের কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে। আহত ব্যক্তিদের অধিকাংশই ঢাকা ও কুমিল্লা জেলার বাসিন্দা। তবে তাঁদের ব্যাপারে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি মাইক্রোবাস জব্দ করতে সক্ষম হয়। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে।