নাটোরে খড়বোঝাই নছিমন পোড়াল দুর্বৃত্তরা

খড়বোঝাই একটি নছিমন পুড়িয়েছে দুর্বৃত্তরা। রোববার রাতে নাটোর-রাজশাহী মহাসড়কের ডাকমারা এলাকায়ছবি: প্রথম আলো

নাটোরে খড়বোঝাই একটি নছিমন পুড়িয়েছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাতে নাটোর-রাজশাহী মহাসড়কের ডাকমারা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজনের দাবি, পেট্রলবোমা ছুড়ে নছিমনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির ডাকা অবরোধ চলাকালে গতকাল রাত ১০টার দিকে রাজশাহী থেকে খড়বোঝাই একটি নছিমন নাটোরে আসছিল। নাটোর সদর উপজেলার চাঁদপুর ডাকমারা এলাকায় পৌঁছালে নছিমনে পেট্রলবোমা ছুড়ে মেরে দ্রুত দুটি মোটরসাইকেলে করে চার দুর্বৃত্ত পালিয়ে যায়।

মুহূর্তে নছিমনে দাউদাউ করে জ্বলে ওঠে। আগুন দেখে নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজসহ কয়েকজন নেভানোর চেষ্টা করেন। পরে পুলিশ, রাজশাহীর পুঠিয়া ও নাটোর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ছাত্রলীগ নেতা ফরহাদ বিন আজিজ বলেন, ঘটনার সময় তিনি ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ গজ দূরে সংগঠনের কয়েকজন কর্মী ও এলাকার মানুষের সঙ্গে গল্প করছিলেন। নছিমনে আগুন জ্বলতে দেখে তাঁরা গিয়ে নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে যান এবং ঘটনাটি তদন্তের নির্দেশ দেন। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।