ঈদে বাংলাবান্ধা স্থলবন্দরে ছয় দিন আমদানি-রপ্তানি বন্ধ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পঞ্চগড়ের চতুর্দেশীয় (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্থলবন্দর বাংলাবান্ধায় আজ মঙ্গলবার থেকে টানা ছয় দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
বাংলাবান্ধা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে আগামী রোববার পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের ফুলবাড়ি স্থলবন্দরের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এ সিদ্ধান্ত নেওয়ার পর বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেড কর্তৃপক্ষ ও বাংলাবান্ধা স্থল শুল্ক স্টেশনকে জানানো হয়েছে। আগামী সোমবার সকালে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম আবার শুরু হবে। তবে এ সময় বন্দরের অভিবাসনচৌকিতে মানুষ পারাপার ও বন্দরের অন্যান্য সরকারি কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।
বাংলাবান্ধা স্থলবন্দরের অভিবাসনচৌকির (ইমিগ্রেশন পুলিশ) ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ঈদের সময় বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও অভিবাসনচৌকি দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।