শেরপুরে গুদামসহ দুটি প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড

গুদামের আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার বিকেলে শেরপুর জেলা শহরের শহীদ বুলবুল সড়ক এলাকায়
প্রথম আলো

শেরপুরে ইলেকট্রিক, প্লাস্টিক সামগ্রীর গুদামসহ দুটি প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। আগুনে প্রায় ২০ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানিয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে জেলা শহরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র শহীদ বুলবুল সড়ক (মুন্সিবাজার) এলাকার রমনা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিকসের গুদাম থেকে এ আগুনের সূত্রপাত।

ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠান সূত্রে জানা যায়, আজ বেলা দুইটার দিকে শহরের শহীদ বুলবুল সড়কের করিম পাগলা মার্কেট–সংলগ্ন রমনা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিকসের গুদামে আগুন লাগে। এতে গুদামে রক্ষিত বিভিন্ন ধরনের ঘড়ি, ইলেকট্রনিকস ও প্লাস্টিক পণ্যসামগ্রী, শিশুদের খেলনা এবং ডিজিটাল ঘড়ি তৈরির যন্ত্র পুড়ে যায়। এ ছাড়া গুদামসংলগ্ন একটি কোচিং সেন্টারও পুড়ে যায়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রমনা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিকসের গুদামের মালামাল। মঙ্গলবার বিকেলে শেরপুর জেলা শহরের শহীদ বুলবুল সড়ক এলাকায়
প্রথম আলো

খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এদিকে শহরের প্রাণকেন্দ্রে আগুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে।

ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠান রমনা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিকসের ব্যবস্থাপক মো. ফজলুর রহমান বিকেলে প্রথম আলোকে বলেন, আগুনে তাঁদের ২০ লাখ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।

শেরপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ১৫ থেকে ২০ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে। তবে প্রায় কোটি টাকার মালামাল উদ্ধার করে রক্ষা করা সম্ভব হয়েছে।