লক্ষ্মীপুরের রায়পুরে ডাকাত আতঙ্কে গভীর রাতে মসজিদে মসজিদে মাইকিং

লক্ষ্মীপুর জেলার মানচিত্র

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ও চরপাতা ইউনিয়নের অধিকাংশ মসজিদে গভীর রাতে ডাকাত ঢুকেছে বলে মাইকিং করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার পর থেকে মাইকিং করা হয়। মাইকে ঘোষণা শুনে এসব এলাকার লোকজন লাঠিসোঁটা নিয়ে দলবদ্ধভাবে রাস্তায় বেরিয়ে পাহারা দিতে থাকেন। এ নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

চরপাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুলতান মামুন রশিদ রাত ১টার দিকে ফেসবুকে পোস্ট দিয়ে জনগণকে ডাকাতের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান। ওই পোস্টে ইউপি চেয়ারম্যান লেখেন, ইউনিয়নে ডাকাত আতঙ্কের কারণে মসজিদে মসজিদে মাইকিং চলছে। সন্দেহজনক স্থানগুলোয় থানা-পুলিশ ও গ্রাম পুলিশদের টহল চলছে। থানার ওসি সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

এলাকার বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, প্রথমে রাত ১২টার দিকে কেরোয়ার ৬ নম্বর ওয়ার্ডের একটি সুপারিবাগানে ডাকাত দলকে অবস্থান করতে কয়েকজন দেখতে পান। পরে তাঁরা মুঠোফোনে যোগাযোগ করে আশপাশের লোকজনকে জড়ো করেন। এরপর মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়, ‘এলাকায় ডাকাত ঢুকেছে, সবাই সতর্ক থাকুন। পাহারায় রাস্তায় নামুন।’ এরপর পাশের চরপাতা ইউনিয়নে ডাকাত ঢোকার কথা মসজিদে ঘোষণা হয়। লোকজন লাঠিসোঁটা, টর্চলাইট নিয়ে ডাকাতি ঠেকাতে পাহারায় রাস্তায় নামেন।

স্থানীয় লোকজন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফোন করে এলাকায় ডাকাত ঢোকার কথা জানান। পাশাপাশি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেও পুলিশের সহায়তা চান।  খবর পেয়ে থানা-পুলিশের একাধিক দল টহল জোরদার করে।

এ ব্যাপারে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া আজ শনিবার প্রথম আলোকে বলেন, কেরোয়া ও চরপাতা সীমান্তবর্তী এলাকা। এ দুই ইউনিয়নসহ উপজেলাব্যাপী ডাকাতি রোধে পুলিশের টহল জোরদার রয়েছে। রাতে এলাকায় ডাকাত ঢোকার গুজব ছড়ায়। এ জন্য লোকজন লাঠিসোঁটা, টর্চলাইট নিয়ে ডাকাত পাহারায় রাস্তায় নামেন।