গৌরীপুরে বিএনপি নেতার গাড়িবহরে হামলার প্রতিবাদে বিক্ষোভ
ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম ইকবাল হোসাইনের গাড়িবহরে হামলা-ভাঙচুরের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর উপজেলার কলতাপাড়া এলাকায় বৃহস্পতিবার বেলা ৩টার দিকে ডৌহাখলা ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বিএনপি নেতা মো. আবু নাছের সোহেল, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. আব্দুল কাদির, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম ফকির, মতিউর রহমান, ডৌহাখলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. খুররম খান, সদস্যসচিব মো. জিয়াউল আলম প্রমুখ।
উল্লেখ্য যে, ৬ জানুয়ারি কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসাইন উপজেলার বালিয়াপাড়া গ্রামে এক যুবদল নেতার বাড়িতে অনুষ্ঠানে যাওয়ার পথে টেঙ্গুরিপাড়া এলাকায় তাঁর গাড়িবহরে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। রাজনৈতিক প্রতিপক্ষ জেলা উত্তর বিএনপির সদস্য ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমানের লোকজন এ হামলা করেছেন বলে অভিযোগ ওঠে।
এ ঘটনাকে কেন্দ্র করে ৯ জানুয়ারি সিধলা ইউনিয়নের পাইস্কা গ্রামের মো. সেলিম বাদী হয়ে ২৯ জনের নাম ছাড়াও অজ্ঞাতপরিচয় ১৫-২০ জনকে আসামি করে মামলা করেন। মামলায় আহাম্মদ তায়েবুর রহমানের অনুসারীদের আসামি করা হয়। অন্যদিকে তায়েবুর রহমানের অনুসারী টেঙ্গুরিপাড়া গ্রামের মো. আব্দুল জলিলের ছেলে মো. নুরুজ্জামান বাদী হয়ে এম ইকবাল হোসাইনের পক্ষের নেতা উত্তর জেলা বিএনপির সদস্য আব্দুস সোবহান সুলতানসহ ২৭ জন নাম উল্লেখ ছাড়াও ৩০-৪০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে ১২ জানুয়ারি দ্রুত বিচার আইনে মামলা করেন। পাল্টাপাল্টি মামলা ঘিরে উপজেলায় উত্তেজনা বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।