ঢাকা-সিলেট মহাসড়কে আশুগঞ্জ থেকে সাতবর্গ পর্যন্ত দীর্ঘ যানজট

ঢাকা-সিলেট মহাসড়কের মহাসড়কে দীর্ঘ যানজট। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে সরাইল উপজেলার কুট্টাপাড়া এলাকায়ছবি: বদর উদ্দিন

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ টোল প্লাজা থেকে সরাইল হয়ে বিজয়নগরের সাতবর্গ পর্যন্ত ৩৪ কিলোমিটার মহাসড়কে দীর্ঘ যানজট দেখা দিয়েছে।

গতকাল বুধবার দিবাগত রাত তিনটার দিকে সরাইল উপজেলার বেড়তলা ও বিশ্বরোড মোড় এলাকা থেকে এ যানজটের শুরু হয়। ঘণ্টাখানেকের মধ্যে পুরো ৩৪ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে যানজট ছড়িয়ে পড়ে কুমিল্লা-সিলেট মহাসড়ক এবং সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কেও।

উপজেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতকে ট্রানজিট–সুবিধা দেওয়ার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোল চত্বর থেকে সরাইল বিশ্বরোড মোড় হয়ে আখাউড়া পর্যন্ত ৫০ কিলোমিটার মহাসড়ককে চার লেনে উন্নীতকরণের কাজ চলছে। মহাসড়কের সম্প্রসারণকাজের জন্য আশুগঞ্জ থেকে সরাইল বিশ্বরোড মোড় পর্যন্ত ১০ কিলোমিটার অংশে ৫ বছর ধরে ধীরগতিতে যানবাহন চলাচল করে আসছে। মাঝেমধ্যে যানবাহনের চাপ বেড়ে গেলে যানজটের সৃষ্টি হতো। কিন্তু গতকাল রাত তিনটার দিকে হঠাৎ করে এ মহাসড়কের সরাইল উপজেলার বেড়তলা ও বিশ্বরোড মোড় এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে ঘণ্টাখানেকের মধ্যে তা মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার পুরো অংশে ছড়িয়ে পড়ে।

দূরপাল্লার যানবাহনের অনেক যাত্রীকে রোজা রাখার জন্য সাহ্‌রি খেতে হয়েছে ফুটপাতের দোকানে বসে। কেউবা না খেয়েই রোজা রেখেছেন। দীর্ঘ যানজটে আটকে দিশাহারা হয়ে পড়েছেন বিভিন্ন যানবাহনের চালকেরাও।

পণ্যবাহী কাভার্ড ভ্যানের চালক হাশেম আলী (৫৫) আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় প্রথম আলোকে বলেন, ‘সকাল সাতটায় শাহবাজপুর এলাকায় আইছি। আর অহন মাত্র এখানে (পাঁচ কিলোমিটার)।’

দীর্ঘ যানজট নিরসনে কাজ করছিল সরাইলের খাঁটিহাতা হাইওয়ে পুলিশ, সরাইল ও বিজয়নগর থানার পুলিশ। সরাইল থানার উপপরিদর্শক (এসআই) নুরুন নবী বেলা আড়াইটার দিকে প্রথম আলোকে বলেন, ‘সকাল থেকে মাঠে রয়েছি। যানবাহন চলাচল স্বাভাবিক করতে আমরা চেষ্টা করছি।’

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা এসআই সালাউদ্দিন মোল্যা প্রথম আলোকে বলেন, মহাসড়কের সম্প্রসারণকাজ চলমান রয়েছে। গতকাল রাতে বৃষ্টি হয়েছে। এতে বিভিন্ন স্থানে সামান্য পানি জমেছে। ওই সব কাদাজলে যানবাহন আটকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারানুল ইসলাম বিকেল সোয়া চারটার দিকে প্রথম আলোকে বলেন, ‘আমি মহাসড়কেই কাজ করছি। বিকেল চারটার পর থেকে যানবাহন চলাচল স্বাভাবিকের দিকে যাচ্ছে। একদিকে মহাসড়কের সম্প্রসারণকাজ চলছে। অন্যদিকে মহাসড়কে যানবাহনের পরিমাণ বেড়েছে। চালকদের মধ্যে নিয়ম না মানার প্রবণতা রয়েছে, এতে এ অবস্থার সৃষ্টি হয়েছে।’