শীতলক্ষ্যায় গোসলে নেমে নিখোঁজ দুই কিশোরীর লাশ উদ্ধার

লাশ
প্রতীকী ছবি

নরসিংদীর শিবপুর উপজেলায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে তাদের দুজনের লাশ উদ্ধার করা হয়।

এই দুই কিশোরী হলো ইয়াসমিন আক্তার (১২) ও ইমা আক্তার (১৫)। ইয়াসমিন পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার আবদুর রহিমের মেয়ে। আর ইমা শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামের ইকবাল হোসেনের মেয়ে।

এর আগে গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে দুই কিশোরী ডুবে যায়।

দুই কিশোরীর স্বজন ও স্থানীয় লোকজন বলেন, দুই কিশোরীর পরিবার পলাশের ঘোড়াশাল পৌর এলাকার চরপাড়ায় থাকে। ইমা নবম শ্রেণির ছাত্রী আর ইয়াসমিন ষষ্ঠ শ্রেণিতে পড়ত। এক পারিবারিক আয়োজনে অংশ নিতে লাখপুর গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিল তারা।

গতকাল বেলা একটার দিকে ইমা, ইয়াসমিন ও সাদিয়া শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে। বেলা দেড়টার দিকে সাদিয়া পাড়ে উঠে আসে। কিন্তু ইমা ও ইয়াসমিন নদীর পানিতে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ ডাকাডাকি করার পর তাদের সাড়াশব্দ না পেয়ে সাদিয়া বাড়িতে গিয়ে স্বজনদের ঘটনাটি জানায়। পরে স্বজন ও স্থানীয় লোকজন নদীতে নেমে তাদের খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে পলাশ ফায়ার সার্ভিসের সদস্যরা বেলা আড়াইটার দিকে ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করেন। তাঁদের সঙ্গে যুক্ত হয় টঙ্গী থেকে আসা ডুবুরি দল।

ফায়ার সার্ভিস বলছে, আজ সকাল সাড়ে ছয়টা থেকে নিখোঁজ দুই কিশোরীকে উদ্ধারে দ্বিতীয় দিনের মতো অভিযান শুরু হয়। নদীতে খোঁজাখুঁজির একপর্যায়ে ঘটনাস্থল থেকে প্রায় ১০০ গজ দূরে ইয়াসমিনের লাশের সন্ধান পায় ডুবুরি দল। পরে তার লাশ তীরে তুলে আনা হয়। পরে ইমার লাশ পাওয়া যায়।

পলাশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা সাদেকুল বারী বলেন, নিখোঁজ দুই কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে।