মাদক সেবনে বাধা দেওয়ায় গ্রাম পুলিশের সদস্যকে হাতুড়িপেটা
টাঙ্গাইলের সখীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় নুরুল হক (৫২) নামের গ্রাম পুলিশের এক সদস্যকে হাতুড়িপেটা করা হয়েছে। এতে তাঁর হাত ও কাঁধের হাড় ভেঙে গেছে। স্থানীয় বাসিন্দারা আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার আমতৈল বাজারের কাছে গ্রাম পুলিশের সদস্য নুরুল হকের ওপর হামলা হয়। এ ঘটনায় তাঁর ছেলে নাজমুল হোসেন বাদী হয়ে সখীপুর থানায় মামলা করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের সদস্য দুলাল হোসেনের কাছে খবর আসে কয়েকজন মাদকসেবী আমতৈল বাজারের কাছে মাদক সেবন করছেন। ইউপি সদস্য স্থানীয় গ্রাম পুলিশ নুরুল ইসলামকে সেখানে গিয়ে মাদক সেবনে বাধা দিতে বলেন। বাধা দিলে এ সময় ক্ষিপ্ত হয়ে মাদকসেবীরা নুরুল ইসলামকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেন। হাতুড়ির আঘাতে তাঁর বাঁ হাত ভেঙে যায়। তিনি বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, হাতের দুটি স্থানে হাড় ভেঙে গেছে। কাঁধে সেলাই দেওয়া হয়েছে। কাঁধের হাড় ভেঙেছে কি না, তা পরীক্ষা করতে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলার বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের সদস্য দুলাল হোসেন জানান, এলাকায় মাদকসেবীদের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলছে। তাঁদের যন্ত্রণায় এলাকাবাসী অতিষ্ঠ। মাদক সেবনে বাধা দেওয়ায় নুরুল হকের ওপর হামলা হয়েছে।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) শরীফ আশিকুর রহমান আজ শুক্রবার সকালে প্রথম আলোকে বলেন, ছয়জনকে আসামি করে গতকাল রাতে মামলা হয়েছে। রাতেই অভিযান চালানো হয়েছে। তবে আসামিরা পলাতক থাকায় কাউকে এখনো গ্রেপ্তার করা যায়নি।