বিএনপি কর্মীর মার্কেট, ভাড়ার টাকা আ.লীগ নেতাকে না দেওয়ায় আবারও দোকান বন্ধের হুমকি
বরিশালের গৌরনদী উপজেলার বাকাই বাজারে বিএনপি কর্মীর মার্কেটের ভাড়ার টাকা আওয়ামী লীগ নেতার কাছে না দেওয়ায় আবারও দোকান বন্ধের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার ভাড়ার টাকা তুলতে গিয়ে না পাওয়ায় ব্যবসায়ীদের দলীয় কার্যালয়ে ডেকে নিয়ে এই হুমকি দিয়েছেন খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা।
গত ১১ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রীয় ঘোষিত ইউনিয়ন পর্যায়ে পদযাত্রার কর্মসূচি পালনের প্রস্তুতি সভায় যাওয়ার ‘অপরাধে’ উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই (ঘোষের হাট) বাজারের এক বিএনপি কর্মীর একটি মার্কেটের ৪০টি ব্যবসাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেন আওয়ামী লীগের নেতারা। পাঁচ দিন তালাবদ্ধ করে রাখার পর সাদা কাগজে স্বাক্ষর নিয়ে তালা খুলে দেওয়া হয়। সেখানে শর্ত দেওয়া হয়, বিএনপি কর্মী আক্কেল আলীর মার্কেটের দোকান ভাড়ার টাকা তুলবেন আওয়ামী লীগের নেতারা। গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মো. হারিছুর রহমানের উপস্থিতিতে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
মার্কেটের ব্যবসায়ীরা জানান, গতকাল দুপুরে দোকান ভাড়া তুলতে যান ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা। এই দলে ছিলেন খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মতলেব মাতুব্বর, সাধারণ সম্পাদক মোস্তফা সেরনিয়াবাত, বাকাই বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য প্রদীপ কুমার দে প্রমুখ। তবে ব্যবসায়ীরা ভাড়া দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হন আওয়ামী লীগের নেতারা। একপর্যায়ে তাঁরা ফিরে এসে মার্কেটের সব ব্যবসায়ীকে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে ডাকেন। গতকাল সন্ধ্যায় সেখানে ব্যবসায়ীরা উপস্থিত হন।
আমি তাঁদের (ব্যবসায়ীদের) বলেছি মার্কেট আমার, চুক্তি আমার সঙ্গে, ভাড়া আমাকেই দিতে হবে। আওয়ামী লীগ নেতাকে ভাড়া দিলে তার দায়-দায়িত্ব আপনাদের।
আওয়ামী লীগ কার্যালয়ে উপস্থিত ১০ জন ব্যবসায়ী বলেন, খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মতলেব মাতুব্বর ব্যবসায়ীদের সাদা কাগজে স্বাক্ষর দেওয়া ও আওয়ামী লীগ নেতার কাছে ভাড়া দেওয়ার শর্তের কথা স্মরণ করিয়ে দেন। তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যাঁরা তাঁর কাছে ভাড়া দেবেন, তাঁদের দোকান খুলতে দেওয়া হবে। আর যাঁরা ভাড়া দেবেন না, তাঁদের দোকান বন্ধ করে দেওয়া হবে।
মার্কেটের ব্যবসায়ী আনোয়ার হোসেন, আলম সরদার বলেন, আওয়ামী লীগের নেতার কাছে ভাড়া পরিশোধ না করলে আবারও দোকান বন্ধের হুমকির বিষয়টি মার্কেটের মালিক আক্কেল আলীকে রাতেই জানিয়েছেন। সামনে পবিত্র রমজান ও ঈদ। এই সময় ঝামেলা করে দোকান বন্ধ রাখলে তাঁদের অপূরণীয় ক্ষতি হবে। তাঁরা হতাশার মধ্যে আছেন।
ব্যবসায়ী রুহুল আমিন, আজাদ সেরনিয়াবাত ও ইলিয়াস হোসেন বলেন, ২৪ ঘণ্টার মধ্যে ফেব্রুয়ারি মাসের ভাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতলেব মাতুব্বরের কাছে পরিশোধের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে আক্কেল আলীও তাঁদের কাছে ভাড়া চেয়েছেন। এ নিয়ে তাঁরা সমস্যার মধ্যে আছেন।
জানতে চাইলে খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মতলেব মাতুব্বর বলেন, ভাড়া তুলতে গেলে ব্যবসায়ীরা ভাড়া দেননি। ফলে রাতে তাঁদের নিয়ে সভা করে ভাড়া পরিশোধের তাগিদ দেওয়া হয়েছে। তবে ২৪ ঘণ্টার মধ্যে ভাড়া না দিলে আবারও দোকান বন্ধ করে দেওয়ার হুমকির অভিযোগ সঠিক নয়।
বিএনপি কর্মী মার্কেটের মালিক আক্কেল আলী প্রথম আলোকে বলেন, ‘রাতেই ১৫ জন ব্যবসায়ী আমার সঙ্গে দেখা করে বিষয়টি জানিয়েছেন। আমি তাঁদের (ব্যবসায়ীদের) বলেছি মার্কেট আমার, চুক্তি আমার সঙ্গে, ভাড়া আমাকেই দিতে হবে। আওয়ামী লীগ নেতাকে ভাড়া দিলে তার দায়-দায়িত্ব আপনাদের।’