ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধকে জুতার মালা পরিয়ে গ্রামে ঘোরালেন এলাকাবাসী

ধর্ষণ
প্রতীকী ছবি

ফরিদপুরের মধুখালীতে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে জুতার মালা পরিয়ে গ্রামে ঘোরানোর ঘটনা ঘটেছে। পরে ইউনিয়ন পরিষদের (ইউপি) সালিস বৈঠকের মাধ্যমে তাঁকে সাত দিনের মধ্যে গ্রাম ছাড়ার নির্দেশ দেওয়া হয়। ঘটনাটি উপজেলার ডুমাইন ইউনিয়নের।

অভিযুক্ত ব্যক্তির নাম ওয়াদুদ সিকদার। তাঁর বয়স আনুমানিক ৭০। তিনি তিন সন্তানের জনক। জীবিকার কারণে সন্তানেরা এলাকার বাইরে থাকেন। চার বিয়ে করেছেন। তবে বর্তমানে কোনো স্ত্রী তাঁর সঙ্গে থাকেন না।

স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল শনিবার দুপুরে ওই শিশুকে বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টা চালান তিনি। শিশুটি চিৎকার করলে এলাকাবাসী তাঁকে ধরে ফেলেন। পরে গ্রামবাসী ওই ব্যক্তিকে জুতা পেটা করে জুতার মালা পরিয়ে গ্রামের মধ্যে ঘোরান।

সন্ধ্যায় ওই বৃদ্ধকে নিয়ে ডুমাইন ইউনিয়ন পরিষদে সালিস বৈঠক হয়। ইউপি চেয়ারম্যান শাহ মো. আসাদুজ্জামান এতে সভাপতিত্ব করেন। সালিসে এক সপ্তাহের মধ্যে ওই বৃদ্ধকে গ্রাম ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয় এবং ভবিষ্যতে এমন কাজ করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে মুচলেকা নেওয়া হয়।

ইউপি চেয়ারম্যান শাহ মো. আসাদুজ্জামান বলেন, বয়সের কথা ভেবে ওই বৃদ্ধকে লঘু শাস্তি দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁর ছেলেদের নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা যেন তাঁদের বাবাকে নিজেদের কাছে নিয়ে রাখেন।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, এ ধরনের কোনো ঘটনার কথা তাঁর জানা নেই। কেউ তাঁকে এ বিষয়ে কিছু বলেননি। তিনি বলেন, এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।