মির্জাগঞ্জে খালের পানিতে গোসল করতে গিয়ে প্রাণ গেল দুই ভাই-বোনের

পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

পটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার দক্ষিণ আমরাগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

মারা যাওয়া দুই শিশু হলো সুদীপ্ত মিস্ত্রি (৯) ও বৃষ্টি রানী (৭)। তারা দুজনে সম্পর্কে চাচতো ভাই–বোন। এর মধ্যে সুদীপ্ত মিস্ত্রি দক্ষিণ আমগাছিয়া গ্রামের সুধীর চন্দ্র মিস্ত্রির ছেলে ও বৃষ্টি রানী একই গ্রামের রাখাল চন্দ্র মিস্ত্রির মেয়ে।

দুই শিশুর চাচা সুনীল চন্দ্র মিস্ত্রি প্রথম আলোকে বলেন, আজ দুপুরে সুদীপ্ত বাড়ির পাশের খালের পানিতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। ঘটনাটি টের পেয়ে সুদীপ্তর মা মিনি রানী তাঁর স্বামীর ভাই সুনীল চন্দ্রকে খোঁজ করতে বলেন। এ সময় সুনীল খালের পানিতে নেমে খোঁজাখুঁজি করে প্রথমে বৃষ্টির লাশ খুঁজে পান। পরে একই স্থান থেকে উদ্ধার করা হয় সুদীপ্তর লাশ। পরে তাদের মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। দুই শিশু খালের পানিতে ডুবে মারা গেছে বলে তিনি শুনেছেন। এ ঘটনায় ওই দুই শিশুর পরিবারের কোনো অভিযোগ নেই।