রাজবাড়ীতে ফেসবুকে উসকানিমূলক পোস্ট দেওয়ায় যুবক গ্রেপ্তার
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে ফেসবুকে উসকানিমূলক পোস্ট দেওয়ার অপরাধে রাজবাড়ী সদর থানা–পুলিশ মো. ফরহাদ মিয়া (৩৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার রাতে তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে ফরহাদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। ফরহাদ রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাগমারা মাটিপাড়া গ্রামের নান্নু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ফরহাদ নিজের ফেসবুক আইডিতে দুর্গাপূজাকে কেন্দ্র করে উসকানিমূলক পোস্ট দিয়ে ওই এলাকার জনসাধারণ ও বিভিন্ন শ্রেণির মানুষের মধ্যে বিদ্বেষের সৃষ্টি করেন। এলাকার জনসাধারণ বিষয়টি রাজবাড়ী সদর থানা–পুলিশকে জানালে থানার উপপরিদর্শক (এসআই) শরীফ মফিজুর রহমান গতকাল রাতে নিজ বাড়ি থেকে ফরহাদকে গ্রেপ্তার করেন। এ সময় তাঁর ব্যবহৃত মুঠোফোন চেক করে ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে পুলিশ তাঁর ব্যবহৃত মুঠোফোন জব্দ করে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ গ্রেপ্তার ফরহাদকে প্রধান আসামি করে বৃহস্পতিবার সদর থানায় মামলা করেন। মামলায় মো. তছির উদ্দিন (৪০) নামের আরেকজনকে আসামি করা হয়েছে। তছির উদ্দিন একই এলাকার জরি মিস্ত্রির ছেলে। তিনি পলাতক থাকায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে পারেনি।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদুর রহমান বৃহস্পতিবার সন্ধ্যায় জানান, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে একটি চক্র ফেসবুকে উসকানিমূলক পোস্ট দিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। এলাকাবাসীর এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ফরহাদকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।