পররাষ্ট্রমন্ত্রীর আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন মিসবাহ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (নগর ও সদর) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তবে এ আসনে স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ।
আজ সোমবার বিকেলে মিসবাহ উদ্দিন সিরাজের পক্ষে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এটি সংগ্রহ করেছেন মিসবাহ উদ্দিনের ছোট ভাই ও সিলেট জেলা কৃষক লীগের সভাপতি শামসুল ইসলাম। তবে সিলেট-১ আসনের পাশাপাশি সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের মনোনয়নপত্রও সংগ্রহ করা হয়েছে।
যোগাযোগ করলে মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, ‘স্থানীয় ভোটারেরা নির্বাচন করার জন্য আমাকে ক্রমাগত চাপ দিচ্ছেন। আমার পক্ষে সমর্থকেরা মনোনয়নপত্রও উত্তোলন করেছেন। তাই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। তবে সিলেট-১ আসনেই আমি নির্বাচন করতে আগ্রহী।’
খোঁজ নিয়ে জানা গেছে, সিলেট-১ ও সিলেট-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন মিসবাহ উদ্দিন সিরাজ। তবে সিলেট-১ আসনে আব্দুল মোমেন এবং সিলেট-৩ আসনে বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমানকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ।
আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও সিলেট-১ আসনে মিসবাহ উদ্দিন সিরাজ মনোনয়নপ্রত্যাশী ছিলেন। গত ২১ জুন হয়ে যাওয়া সিলেট সিটি করপোরেশন নির্বাচনেও তিনি মেয়র পদে দলীয় মনোনয়ন চেয়ে পাননি। তবে মনোনয়ন না পেলেও তিনি সেসব নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে সরব ছিলেন। এবার যেহেতু দলীয় প্রধান শেখ হাসিনা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে বাধা নেই বলে জানিয়েছেন, তাই তিনি প্রার্থী হচ্ছেন।
দলীয় সূত্র আরও জানিয়েছে, মিসবাহ উদ্দিন সিরাজ সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তিনি মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। এ ছাড়া সিলেট জেলা জজ কোর্টে তিনি সরকারি কৌঁসুলির দায়িত্বও পালন করেন। স্থানীয়ভাবে সুপরিচিত এই রাজনীতিবিদ স্বতন্ত্র প্রার্থী হওয়ায় নির্বাচন অনেকটা প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।