বরগুনার পায়রা নদী থেকে মৃত ইরাবতী ডলফিন উদ্ধার
বরগুনার তালতলী উপজেলার পায়রা নদীতে ভাসমান অবস্থায় একটি ইরাবতী প্রজাতির মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা একটার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া–সংলগ্ন নদী থেকে মৃত ডলফিনটি উদ্ধার করা হয়। ডলফিনটির পুরো শরীরের চামড়া উঠে গেছে এবং শরীরের বিভিন্ন জায়গায় ছোট ছোট আঘাতের চিহ্ন রয়েছে।
এটি একটি পুরুষ ডলফিন এবং এটি এক মিটার দীর্ঘ। এর ওজন ছিল ২০ কেজি। উপকূলীয় বন বিভাগ পটুয়াখালী তালতলী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মতিউর রহমান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। দুই বছর আগে একই স্থান থেকে আরেকটি ইরাবতী প্রজাতির মৃত ডলফিন উদ্ধার করা হয়েছিল।
খোঁজ নিয়ে জানা গেছে, পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) তালতলী শাখার সমন্বয়ক আরিফুর রহমান দুপুরে তেঁতুলবাড়িয়া–সংলগ্ন পায়রা নদীর তীরে যান। এ সময় তিনি ভাসমান অবস্থায় একটি মৃত ডলফিন দেখতে পান। তিনি এটি উদ্ধার করেন এবং স্থানীয় বন বিভাগের কর্মকর্তাদের খবর দেন। বন বিভাগের লোকজন এসে ডলফিনটিকে নিয়ে যান। পরে এর সুরতহাল করে মাটিচাপা দেওয়া হয়।
ধরার সমন্বয়ক আরিফুর রহমান বলেন, ‘সমুদ্রসৈকত থেকে পর্যটক নিয়ে পায়রা, বলেশ্বর ও বিষখালী নদীর মোহনায় নৌকায় ভ্রমণ করছিলাম। এ সময় নদীতে ভাসমান অবস্থায় একটি ইরাবতী প্রজাতির মৃত ডলফিন দেখতে পাই। পরে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।’
উপকূলীয় বন বিভাগ পটুয়াখালী তালতলী রেঞ্জের নলবুনিয়া বিটের বিট কর্মকর্তা মো. শাওন বলেন, ‘পরিবেশকর্মী আরিফুর রহমানের মাধ্যমে মৃত ডলফিন ভেসে আসার খবর পেয়েছি। যাতে দুর্গন্ধ না ছড়ায়, সে জন্য দ্রুত মৃত ডলফিনটি মাটিচাপা দেওয়া হয়েছে।’