বান্দরবানে দুই ট্রাকের সংঘর্ষে নারীসহ ছয়জন নিহত

বান্দরবনের রুমা উপজেলা
ফাইল ছবি

বান্দরবানের রুমা-বগালেক সড়কের কমলাবাজার খাড়া পাহাড়ি এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে ছয়জনের। এর মধ্যে পাঁচজন নারী। আহত হয়েছেন অন্তত ১৪ জন। আজ সোমবার দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে থাকা উদ্ধারকারী এলাকাবাসী বলেছেন, পাহাড়ি নারী-পুরুষ নিয়ে একটি ট্রাক বগালেক থেকে রুমার উপজেলা সদরের দিকে যাচ্ছিল। রুমা থেকে আরেকটি ট্রাক বগালেকের দিকে যাচ্ছিল। দুটি ট্রাক কমলাবাজার ও বগালেকের মাঝামাঝি এসে পৌঁছালে সংঘর্ষের ঘটনা ঘটে। একটি ট্রাক আরেকটি ট্রাকের ওপর উঠে যায়। রুমাগামী ট্রাকটিতে যাত্রী ছিলেন আনুমানিক ২০ জন।

ঘটনাস্থল থেকে বগালেকপাড়া বাসিন্দা লালকিম বম জানিয়েছেন, ঘটনাস্থলে চার নারী মারা যান। হাসপাতালে মারা যান আরও এক নারীসহ দুজন। পাঁচ নারীই বম জনগোষ্ঠীর, তাঁরা রেমাক্রিপ্রাংসা ইউনিয়নের থাইক্ষংপাড়ার বাসিন্দা।

রুমা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বামংপ্রু মারমা বলেন, হাসপাতালে ১৬ জনকে আহত অবস্থায় নিয়ে আসা হয়েছে। তাঁদের মধ্যে একজন বম নারী ও একজন খেয়াং ছেলের মৃত্যু হয়েছে। আহত ১০ জনকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। আর সামান্য আহত চারজনকে রুমায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনায় ছয়জনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন শিবলী। তিনি বলেন, আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।