প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ ওরফে চাঁদের বিরুদ্ধে সাতক্ষীরার আদালতে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য এপিপি সাইদুজ্জামান জিকো বাদী হয়ে সাতক্ষীরা আমলি আদালত-১ এ মামলা করেন।
মামলাটি আমলে নিয়ে সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবীর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার হিসেবে রেকর্ড করার আদেশ দিয়েছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, ১৯ মে রাজশাহীর পুঠিয়ার শিবপুর হাইস্কুল মাঠে বিএনপির এক সমাবেশ আবু সাইদ বক্তব্য দেওয়ার সময় প্রকাশ্যে বর্তমান প্রধানমন্ত্রী ‘শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে এবং শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করার দরকার, তাই করা হবে’ বলে হুমকি দেন। এর জেরে আজ সাতক্ষীরার আদালতে এ মামলা করেছেন বলে জানিয়েছেন সাইদুজ্জামান জিকো। মামলায় সাতক্ষীরা জজ কোর্টের পিপি আবদুল লতিফসহ ১১ জনকে সাক্ষী করা হয়েছে।
এদিকে আজ দুপুরে রাজশাহী জেলা ও রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) যৌথভাবে সড়কে তল্লাশিচৌকি বসিয়ে একটি প্রাইভেট কার থেকে আজ আবু সাইদকে গ্রেপ্তার করেছে। দুপুর ১২টার দিকে সংবাদ সম্মেলন করে পুলিশ এ তথ্য জানায়। আরএমপি কমিশনার আনিসুর রহমান বলেন, প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ায় রাজশাহীর পুঠিয়া থানায় প্রথমে আবু সাইদের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।