বরগুনায় মিছিলে বাধা পেয়ে কার্যালয়ের সামনে বিএনপির বিক্ষোভ সমাবেশ
বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে বরগুনা জেলা বিএনপি বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পরে নেতা–কর্মীরা দলীয় কার্যালয়ের সামনের বিক্ষোভ করেন।
বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা বলেন, বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আজ রোববার বেলা ১১টায় দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। শহরের প্রধান সড়কের সদরঘাট মসজিদ এলাকায় মিছিলটি পুলিশের বাধার মুখে পড়ে। পরে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন। কর্মসূচির জন্য পুলিশের অনুমতি চাননি তাঁরা। সামনের কর্মসূচিগুলোতে আর পুলিশের অনুমতি নেবেন না।
বরগুনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ূন হাসানের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক সফিকুজ্জামান মাহফুজ, এ জেড এম সালেহ ফারুক প্রমুখ।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, বিএনপির বিক্ষোভ মিছিলের বিষয়টি জানা ছিল। তারা শান্তিপূর্ণ কর্মসূচি করেছে। বিক্ষোভ মিছিলে পুলিশের বাধার বিষয়টি অস্বীকার করে ওসি বলেন, সড়কে হয়তো গাড়ি ছিল।