নরসিংদীতে ট্রেনের লাইনে হোঁচট খেয়ে পড়ে যান বৃদ্ধা, কাটা পড়ে দ্বিখণ্ডিত
নরসিংদী শহরের আরশীনগর রেলক্রসিং–সংলগ্ন স্থানে ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত হয়ে যাওয়া এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। রোববার বেলা দেড়টায় রেলক্রসিংটির পূর্ব পাশে ৫ গজ দূরের ১ নম্বর লাইনে হেঁটে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই বৃদ্ধার নাম ফাইজুন নেছা (৭৪)। তিনি রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের মৃত বশির ডাক্তারের স্ত্রী। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বেলা দেড়টার দিকে ওই নারী আরশীনগর রেলক্রসিং–সংলগ্ন স্থানে রেললাইন পার হচ্ছিলেন। তবে হোঁচট খেয়ে তিনি রেললাইনে পড়ে যান, উঠে আসার চেষ্টা করে ব্যর্থ হন। ঠিক এ সময় রেললাইনে পাথর সরবরাহকাজে ব্যবহৃত একটি কোচসহ রেলইঞ্জিন নরসিংদী রেলস্টেশনের দিকে যাচ্ছিল। এতে পেট বরাবর কাটা পড়ে ওই বৃদ্ধা দ্বিখণ্ডিত হয়ে যান।
খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মোহাম্মদ শহিদুল্লাহ ঘটনাস্থল থেকে ওই নারীর লাশ উদ্ধার করেন। সুরতহাল প্রতিবেদন তৈরির পর তাঁর লাশ ফাঁড়িতে নিয়ে আসা হয়। এর আগেই নিহত বৃদ্ধার নাতি মো. রায়হান ঘটনাস্থলে এসে তাঁর লাশ শনাক্ত করেন। ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
লাশ শনাক্ত করা রায়হান জানান, মাসখানেক আগে চিকিৎসার জন্য নানি ফাইজুন নেছাকে রায়পুরার আদিয়াবাদ থেকে নরসিংদী শহরে আনা হয়েছিল। শহরের শিক্ষা চত্বরসংলগ্ন মেয়ের বাড়িতে তিনি ছিলেন। প্রায় সময়ই একা একা হাঁটাহাঁটি করতে বেরিয়ে পড়তেন। আজ দুপুরেও তিনি একই কাজ করেন। বেলা দুইটার দিকে তাঁর ট্রেনে কাটা পড়ার খবর পান তাঁরা। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাঁদের, বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর চান তাঁরা।
এ বিষয়ে জানতে চাইলে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ শহিদুল্লাহ জানান, ট্রেনে কাটা পড়ে নিহত নারীর দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। অন্যদিকে নিহতের স্বজনেরা বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর চাইছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।