বগুড়ায় আলতাফ হোসেন চৌধুরী
নেলসন ম্যান্ডেলা ও সু চির চেয়েও গণতন্ত্রের জন্য বেশি লড়াই করেছেন খালেদা জিয়া
‘সাউথ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা এবং মিয়ানমারের অং সান সু চি গণতন্ত্রের জন্য যতটা লড়াই করেছেন, তার চেয়ে কয়েক গুণ বেশি লড়াই করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গণতন্ত্রের জন্য লড়াই করা নির্যাতনের শিকার এই নেত্রীকে ভুয়া ও মিথ্যা মামলায় ফরমায়েশি রায়ের মাধ্যমে কারাগারে অমানবিক নির্যাতন করা হয়েছে।’
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বুধবার বিকেলে বগুড়া জেলা শহরের নওয়াববাড়ি সড়কে জেলা বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে তিনি এ কথাগুলো বলেন। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে পাঠানোর দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে আলতাফ হোসেন চৌধুরী চেয়ারপারসনের মুক্তির দাবি জানিয়ে বলেন, বিএনপির চেয়ারপারসন গুরুতর অসুস্থ। তাঁকে বিদেশে নিয়ে সুচিকিৎসার পরামর্শ দিয়েছেন এ দেশের চিকিৎসকেরা। আলেম–ওলামা থেকে শুরু করে সুশীল সমাজও খালেদা জিয়ার মুক্তি দাবি করেছেন। এই সরকার অমানবিকভাবে খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছে।
সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম (বাদশা)। সমাবেশে চেয়ারপারসনের উপদেষ্টা ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র এ কে এম মাহবুবুর রহমান, বিএনপির সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন, বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার প্রমুখ বক্তব্য দেন।