সাতকানিয়ায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের গাড়িতে হামলা

চট্টগ্রাম জেলার মানচিত্র

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের নির্বাচনী সভা থেকে ফেরার পথে স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় তিনজন আহত হয়েছেন। এ সময় হামলাকারীদের মধ্যেও একজন আহত হন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে সাতকানিয়ার ডলু ব্রিজের পূর্ব পাশের এলাকায় এ ঘটনা ঘটে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থকেরা এ হামলা করেছেন বলে স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ। তবে অভিযোগ অস্বীকার করেছেন নৌকার প্রার্থীর ব্যক্তিগত সহকারী।

আহত স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা হলেন মোহাম্মদ সানজিদ (১৭), মোহাম্মদ মিজান (২৩) ও আতিকুর রহমান (১৫)। এ ছাড়া এ ঘটনায় আল জায়েদ (২৬) নামের নৌকার প্রার্থীর এক সমর্থকও আহত হন। তিনি স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বহনকারী গাড়ির কাচ ভাঙতে গিয়ে আহত হন বলে জানা গেছে।

চট্টগ্রাম-১৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নির্বাচন করছেন আবদুল মোতালেব। তিনি সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। এ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী দুবারের সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম-১৫ আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল মোতালেবের জনসভা ছিল লোহাগাড়া উপজেলার পদুয়া মাঠে। ওই জনসভা থেকে স্বতন্ত্র প্রার্থীর কয়েক কর্মী ও সমর্থক খোলা জিপ গাড়ি নিয়ে কাঞ্চনার বাড়িতে ফিরছিলেন। রাত সাড়ে সাতটার দিকে তাঁদের জিপ গাড়িটি সাতকানিয়ার ডলু ব্রিজের পূর্ব পাশের এলাকায় পৌঁছালে ওই গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়া শুরু হয়। এতে স্বতন্ত্র প্রার্থীর তিন সমর্থক আহত হন। এ সময় গাড়ির কাচ ভাঙতে গিয়ে হামলাকারীদের একজন আহত হন। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আহত ব্যক্তিদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন। পরে আহত আল জায়েদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্বতন্ত্র প্রার্থী আবদুল মোতালেবের ব্যক্তিগত সহকারী আবু তৈয়ব প্রথম আলোকে বলেন, ‘জনসভা থেকে ফেরার পথে নৌকা প্রতীকের প্রার্থীর লোকজন একটি গাড়িতে হামলা করেছেন। এতে আমাদের তিন কর্মী আহত হয়েছেন। এর আগেও তাঁরা বিভিন্ন এলাকায় আমাদের কর্মী-সমর্থকদের মারধরসহ হামলার ঘটনা ঘটিয়েছেন।’

এ ব্যাপারে জানতে চাইলে আওয়ামী লীগের প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর ব্যক্তিগত সহকারী ইসলামুল হক আজাদ প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের কোনো ঘটনার বিষয় আমাদের জানা নেই। তাঁরা নিজেরা নিজেরাই মারামারি করে আমাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করছেন।’

সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আতাউল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, জনসভা থেকে ফেরার পথে জিপ গাড়ি লক্ষ্য করে ঢিল ছুড়লে কয়েকজন আহত হন। এ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।