বাগেরহাটে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ৯

বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম ভূঁইয়া ওরফে তানু ভূঁইয়া
ছবি: সংগৃহীত

বাগেরহাট সদর উপজেলায় স্বেচ্ছাসেবক দলের নেতা নূরে আলম ভূঁইয়া ওরফে তানু ভূঁইয়াকে (৩৮) গুলি করে হত্যার প্রধান অভিযুক্ত ফরিদসহ (২৯) নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার রাতে পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার বালিপাড়া গ্রামের একটি বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এর আগে হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী কানিজ ফাতেমা বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেন।

আরও পড়ুন

বাগেরহাট জেলা পুলিশের গণমাধ্যম শাখার সমন্বয়ক পরিদর্শক এস এম আশরাফুল আলম প্রথম আলোকে বলেন, খুনের ঘটনায় নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন

গত শুক্রবার রাত পৌনে ১০টার দিকে বাগেরহাট শহরের বাসাবাটি পদ্মপুকুরের মোড় এলাকায় নূরে আলম ভূঁইয়াকে গুলি করে হত্যা করা হয়। নিহত নূরে আলম বাগেরহাট জেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। গতকাল বিকেলে জানাজা শেষে সরুই কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।