সিলেটে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে কিশোরীর রক্তাক্ত লাশ উদ্ধার

হত্যা
প্রতীকী ছবি

সিলেটের ওসমানীনগরে একটি নির্মাণাধীন ভবনের ছাদের ওপর থেকে এক কিশোরীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে ওসমানীনগর উপজেলার তাজপুর দুলিয়ারবন্দ এলাকার এক ভবনে তার লাশটি পাওয়া যায়।

ওই কিশোরী (১৪) কুমিল্লা জেলার বরুড়া উপজেলার বাসিন্দা। পরিবারের লোকজনের সঙ্গে সে তাজপুর দুলিয়ারবন্দ এলাকায় ভাড়া বাসায় থাকতেন। নির্মাণাধীন ভবনটির মালিক ওসমানীনগরের তাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অরুণোদয় পাল।

নিহত কিশোরীর স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই কিশোরী অষ্টম শ্রেণির ছাত্রী। তার বাবার ব্যবসায়িক সূত্রে দীর্ঘদিন ধরে তারা ওসমানীনগরের তাজপুরে থাকত। বুধবার রাতে কিশোরীর পরিবারের লোকজন ঘুমিয়ে পড়েন। ওই রাতে বাবার সঙ্গে এক কক্ষে ছিল ওই কিশোরী। তবে ভোরের দিকে তার বাবার ঘুম ভাঙলে তিনি মেয়েকে সেখানে পাননি। পরে খোঁজাখুঁজি করে দেখেন, ঘরের দরজা খোলা এবং নিচের ফটকের দরজার তালাও খোলা। এ সময় ঘরের দুটি মুঠোফোন পাওয়া যায়নি। পরে বিষয়টি মেয়ের মামাকে জানান পরিবারের লোকজন। খোঁজাখুঁজির একপর্যায়ে নির্মাণাধীন একতলা ভবনের ছাদে কিশোরীর লাশ পড়ে থাকতে দেখেন লোকজন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুণোদয় পাল নিহত কিশোরীর স্বজনদের বরাত দিয়ে বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষ গত রোববার কিশোরীর অভিভাবকদের তার বিষয়ে কিছু নালিশ দেয়। এদিকে ওই কিশোরী যে কাপড় পড়ে ঘুমিয়েছিল, লাশ উদ্ধারের সময় সে কাপড় পড়া ছিল না। সে সঙ্গে লাশের পাশ থেকে দুটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ছোট একটি ব্যাগে কিছু টাকাও পাওয়া গেছে।

সিলেটের ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাঈন উদ্দিন বলেন, নিহত কিশোরীর মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি পুলিশ বিস্তারিত তদন্ত করছে।