বাগেরহাটে কারাবন্দী হাজতির মৃত্যু

লাশ
প্রতীকী ছবি

বাগেরহাট জেলা কারাগারে বন্দী এক হাজতির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বাগেরহাট জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
মারা যাওয়া ব্যক্তির নাম মো. সেলিম শেখ (৪৫)। তিনি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কাঠালতলি এলাকার মো. হাসেম আলী শেখের ছেলে।

বাগেরহাট জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম এম ফয়সাল ইসলাম বলেন, গতকাল রাত ৯টার দিকে মো. সেলিম শেখ নামের একজনকে কারারক্ষীরা মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। ময়নাতদন্ত ছাড়া ওই ব্যক্তির মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, হাজতি সেলিম শেখের নামে একাধিক মাদক মামলা ছিল। একটি মামলায় গ্রেপ্তার হয়ে গত ২৮ ফেব্রুয়ারি থেকে তিনি কারাগারে বন্দী ছিলেন।

কারাগারের জেলার মো. আব্দুল্ল্যাহেল আল আমিন বলেন, মাদক মামলার আসামি কারাবন্দী সেলিম শেখ হঠাৎ গতকাল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। বিষয়টি তাঁর স্বজনদের জানানো হয়েছে। ময়নাতদন্ত করে এবং আইনগত প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সেলিম শেখের মেয়ে লাকি আক্তার বলেন, তাঁর বাবা দুই বছর চট্টগ্রাম ছিলেন। মাসখানেক আগে বাড়িতে আসেন। একটি মাদক মামলায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ২৮ ফেব্রুয়ারি থেকে তিনি কারাগারে ছিলেন। কারাগার থেকে তাঁদের জানানো হয়েছে, তাঁর বাবা হার্ট অ্যাটাক করেছিলেন, আর তাতেই মৃত্যু হয়েছে।