রংপুরে সাদ এরশাদের আসনে প্রার্থী জিএম কাদের, মনোনয়ন পাননি মসিউর

জি এম কাদের ও হোসেন মকবুল শাহরিয়ার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরে জাতীয় পার্টির রওশনপন্থী দুই সংসদ সদস্যই এবার মনোনয়ন পাননি। রংপুর-৩ (সদর) আসনে রওশন এরশাদের ছেলে রাহগির আল মাহি এরশাদ ওরফে সাদ এরশাদকে মনোনয়ন না দিয়ে দলীয় চেয়ারম্যান জি এম কাদের নিজেই লড়বেন। অন্যদিকে দলের বহিষ্কৃত নেতা ও সংসদ সদস্য মসিউর রহমান ওরফে রাঙ্গা মনোনয়ন পাননি। তাঁর আসনে জি এম কাদেরের ভাতিজা সাবেক সংসদ সদস্য হোসেন মকবুল শাহরিয়ার মনোনয়ন পেয়েছেন।

দলের নেতা-কর্মীরা বলেন, জাতীয় পার্টির (জাপা) প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদ মারা যাওয়ার পর তাঁর ও রওশন এরশাদের ছেলে রাহগির আল মাহি এরশাদ রংপুর-৩ (সদর) আসন থেকে উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। দলের চেয়ারম্যান জি এম কাদের বর্তমানে লালমনিরহাট-৩ (সদর) আসনের সংসদ সদস্য হলেও তিনি এবার সেই আসন থেকে নির্বাচন করবেন না। এবার তিনি নির্বাচন করবেন রংপুর-৩ (সদর) আসন থেকে।

রংপুর-১ (গঙ্গাচড়া) আসন থেকে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে নির্বাচিত হন মসিউর রহমান। তিনি কোন দলের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ছিল। তিনি জাপার প্রধান উপদেষ্টা রওশন এরশাদের অনুসারী ছিলেন। এ আসনে দলের মনোনয়ন পেয়েছেন দলীয় চেয়ারম্যান জি এম কাদেরের ভাতিজা ও এই আসনের সাবেক সংসদ সদস্য হোসেন মকবুল শাহরিয়ার।

মনোনয়ন পাওয়ার পর মকবুল শাহরিয়ার বলেন, ‘আমি এর আগেও এই আসনের এমপি ছিলাম। এলাকার জন্য অনেক কাজ করেছি। দল আবারও এই আসনে মনোনয়ন দেওয়ায় জয়লাভের জন্য সর্বাত্মক চেষ্টা করব।’

এ বিষয়ে মসিউর বলেন, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। তবে রাহগিরকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে দলের মনোনয়ন পেয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় উপদেষ্টা ও এই এলাকার সাবেক সংসদ সদস্য আনিছুল ইসলাম মণ্ডল। রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় জাপার যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোস্তফা সেলিম। দলীয় মনোনয়ন পাওয়ার পর তিনি বলেন, এই রংপুর অঞ্চল জাতীয় পার্টির দুর্গ। সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছেন। সুষ্ঠু নির্বাচন হলে তিনি নির্বাচিত হবেন।

রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে মনোনয়ন পেয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটির মেয়র মোস্তাফিজার রহমানের ছোট ভাই জেলা জাপার সদস্য আনিছুর রহমান। মনোনয়ন পাওয়ার পর তিনি বলেন, ‘জাতীয় পার্টির এলাকা আবার জেগে উঠবে। জয়ী হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব। সেই সঙ্গে দলকে আরও শক্তিশালী করারও চেষ্টা থাকবে।’ রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে কেন্দ্রীয় সদস্য নূরে আলম মনোনয়ন পেয়েছেন।

মনোনয়নের বিষয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও রংপুর মহানগর কমিটির সভাপতি এস এম ইয়াসির বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে আমরা বুঝিয়ে দিতে চাই, জাতীয় পার্টি এখনো রংপুরের ঘাঁটি।’