চরভদ্রাসন সরকারি কলেজের শিক্ষকের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন

চরভদ্রাসন সরকারি কলেজের শিক্ষক দীপঙ্কর দাসের বদলির আদেশ বাতিল করে পুনরায় কলেজে পদায়নের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ শনিবার কলেজ চত্বরে
ছবি: প্রথম আলো

ফরিদপুরের চরভদ্রাসন সরকারি কলেজের শিক্ষক দীপঙ্কর দাসের বদলির আদেশ বাতিল করে পুনরায় কলেজে পদায়নের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ শনিবার ‘চরভদ্রাসন সরকারি কলেজের সাবেক ও বর্তমান ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ’-এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

সকাল সাড়ে ১০টার দিকে কলেজ চত্বরে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি শুরু হয়। মানববন্ধনে অংশগ্রহণকারী চরভদ্রাসন সরকারি কলেজের সাবেক ভিপি মিজানুর রহমান বলেন, দীপঙ্কর দাস এমন একজন শিক্ষক, যিনি এলাকার ঘুণে ধরা শিক্ষাঙ্গনকে পুনরুজ্জীবিত করেছেন। এলাকার শিক্ষা-সংস্কৃতিতে তাঁর রয়েছে অমূল্য অবদান। তাঁর বদলি আদেশ বাতিল করে পুনরায় কলেজে পদায়ন করতে হবে।

কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী লামিয়া আক্তার বলেন, দীপঙ্কর স্যার ছিলেন তাঁদের আলোর বাতিঘর। পড়ালেখার পাশাপাশি তিনি প্রত্যেক শিক্ষার্থীর সার্বিক খোঁজ রাখতেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকতেন।

দীপঙ্কর দাস চরভদ্রাসন সরকারি কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২০১২ সালে এই কলেজে প্রভাষক হিসেবে যোগ দেন। ২০১৮ সালে তিনি সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন। ২৬ জুলাই তিনি বদলির আদেশ পান। তিনি নতুন কর্মস্থল ঢাকার আগারগাঁও সরকারি সংগীত কলেজে যোগ দিয়েছেন।

এ বিষয়ে চরভদ্রাসন সরকারি কলেজের অধ্যক্ষ নিখিল রঞ্জন বিশ্বাস সাংবাদিকদের বলেন, মফস্‌সলের এই কলেজে এমনিতেই শিক্ষকসংকট রয়েছে। এর মধ্যে দীপঙ্কর দাস বদলি হওয়ায় শিক্ষকের সংখ্যা আরও কমে গেল। শিক্ষার্থীদের দাবির বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন।