সিলেটে স্ত্রীর জানাজার আধা ঘণ্টা আগে স্বামীর মৃত্যু

মৃত মো. জামসেদ আলী
ছবি: সংগৃহীত

সিলেটের বিশ্বনাথ উপজেলায় স্ত্রীর জানাজার আধা ঘণ্টা আগে স্বামীর মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ইলামেরগাঁও আটঘর এলাকায় এ ঘটনা ঘটে।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত নানা জটিলতা নিয়ে গতকাল শনিবার বিকেল পাঁচটার দিকে মারা যান মোছা. হাওয়ারুন নেছা (৭৯)। আজ রোববার বেলা ১১টায় তাঁর জানাজা হাওয়ার কথা ছিল। এর আগেই আজ সকালে হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করেন তাঁর স্বামী জমসেদ আলী (৯৮)। দ্রুত তাঁকে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হয়। চিকিৎসা শেষে জমসেদ আলী স্ত্রীর জানাজায় অংশ নিতে বাড়ি ফেরেন। জানাজা শুরুর আধা ঘণ্টা আগে জমসেদ মারা যান। তবে হাওয়ারুন নেছার জানাজা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়েছে। এরপর আজ বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে জমসেদের মরদেহ দাফন করা হয়। এই দম্পতির মরদেহ একই কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে।

জমসেদ ও হাওয়ারুন দম্পতি ছয় ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন বলে জানিয়েছেন তাঁদের বড় ছেলে আবদুল আজিজ। তিনি বলেন, ‘এক দিনের ব্যবধানে আব্বা-আম্মার মৃত্যু আমাদের জন্য অনেক বেদনার।’